প্রতিষ্ঠাতা ৩ সদস্যকে ডিক্যাবের সম্মাননা
ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) প্রতিষ্ঠাতা ১২ সদস্যের মধ্যে তিনজনকে সম্মাননা দেওয়া হয়েছে।
রবিবার (১৯ মার্চ) ডিক্যাকের রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা জানায় ডিক্যাব।
২৫ বছর আগে ১২ জন সাংবাদিক মিলে ডিক্যাব প্রতিষ্ঠা করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী তিন জন প্রতিষ্ঠাতা সদস্য-ভোরের কাগজ সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, সাংবাদিক আনিস আলমগীর এবং ঢাকাপ্রকাশ-এর প্রধান সম্পাদক মোস্তফা কামালকে সম্মাননা জানায় ডিক্যাব। একইসঙ্গে সব প্রতিষ্ঠাতা সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
রজতজয়ন্তীর অনুষ্ঠানে বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি শেখ শাহরিয়ার জামান এবং ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের কূটনৈতিক প্রতিনিধি মীর মোস্তাফিজুর রহমান ‘রোল অব মিডিয়া অন বাংলাদেশ ফরেন পলিসি’ বিষয়ে দুটি প্রবন্ধ উপস্থাপন করেন।
অনুষ্ঠানে ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাস এবং সাধারণ সম্পাদক ইমরুল কায়েস বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, জ্ঞান-নির্ভর সমাজ গড়ে তুলতে হলে দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনা প্রয়োজন। এ বিষয়ে সাংবাদিকরা বড় ভূমিকা রাখতে পারে।
ডিক্যাবের ২৫ বছরপূর্তি উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। এক ভিডিও-বার্তায় তিনি বলেন, ‘আমি বিশেষ করে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই, যারা ২৫ বছর আগে ডিক্যাব প্রতিষ্ঠা করেছিল।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানান, ‘বিশ্লেষণধর্মী এবং গবেষণামূলক লেখার অভাব আছে বাংলাদেশে। আপনারা রিপোর্ট লেখায় ব্যস্ত থাকেন এবং আমরা আমাদের কাজে ব্যস্ত থাকি। কিন্তু এই লম্বা যাত্রাপথের কোনায় কোনায় যে গল্পগুলো আছে, সেগুলো যেমন অম্লমধুর সম্পর্ক বা মিষ্টি সম্পর্ক-যেভাবেই বলি না কেন, এগুলো মাঝে মাঝে বলা দরকার।’
বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘ডিক্যাবের সঙ্গে যুক্ত হওয়ার আরও সুযোগ আছে।’
আরইউ/