মিরপুরে বাসা থেকে সাংবাদিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
রাজধানী মিরপুর পল্লবীতে নিজ বাসার বারান্দা থেকে বিপ্লব জামান (৬০) নামে এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যার দিকে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পল্লবী সাংবাদিক প্লটের রোড নম্বর ৭ এলাকার একটি ভবনের ফ্লাটের বারান্দা থেকে বিপ্লব জামানের মরদেহ উদ্ধার করা হয়। আশপাশের লোকজন দুর্গন্ধ পেয়ে খবর দিলে পুলিশ ওই বাসায় গিয়ে তার লাশ দেখতে পায়। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের জন্য ‘ক্রাইমসিন ইউনিটক’ খবর দেওয়া হয়েছে। দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় মরদেহটি পচতে শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হবে। তার মৃত্যুটি কি ভাবে হয়েছে তা ময়না তদন্তের প্রতিবেদন পেলে সঠিক কারন জানা যাবে।
পুলিশ জানায়, বিপ্লব জামান ইংরেজি দৈনিক ফাইনেন্সিয়াল এক্সপ্রেস এর সংবাদ উপদেষ্টা (নিউজ কনসালটেন্ট) ছিলেন। যে ফ্ল্যাট থেকে লাশ উদ্ধার হয়েছে সেখানে তিনি ভাড়া থাকতেন। ওই বাড়ির মালিকও একজন সাংবাদিক। পুলিশ এ বিষয়ে কাজ করছে।
/এএস