টেলিভিশন সাংবাদিককে হেনস্তা: পুলিশ সদস্যকে ক্লোজড
নাগরিক টেলিভিশনের সাংবাদিক সাঈদ আরমানকে লাইভ করতে বাধা দেওয়া ও বুম কেড়ে নেওয়ার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া ও জনসংযোগ) ফারুক হোসেন বলেছেন, হেনস্তাকারী পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হচ্ছে।
তিনি বলেন, সেখানে কোনো নিষেধাজ্ঞার নির্দেশনা নেই এবং পুলিশ সদস্যরা নিজেরাই ঘটনাটি ঘটিয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে রবিবার (১১ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদের মানিক মিয়া এভিনিউ সংলগ্ন দক্ষিণপ্লাজা এলাকা থেকে লাইভ টেলিকাস্টের সময় রিপোর্টার সাইদ আরমানের হাত থেকে বুম কেড়ে নেন শাহীন নামে পুলিশের এক সদস্য।
তিনি সংসদের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। পরে তার সঙ্গে আরও একজন যোগ দেন।
নাগরিক টেলিভশনের রিপোর্টার সাইদ আরমান জানান, রবিবার বিএনপির সাত এমপি পদত্যাগ করেন। এই রিপোর্ট করার জন্য সকাল সাড়ে ১০টা থেকে দেশের সবগুলো গণমাধ্যমকর্মী সংসদ এলাকায় উপস্থিত হন। দুপুর দুইটায় সরাসরি লাইভ করার সময় শাহীন নামে এক কনস্টেবল সাইদ আরমানের হাত থেকে বুম কেড়ে নেন এবং রিপোর্টারকে সেখান থেকে চলে যেতে বলেন।
সাইদ বলেন, ওই কনস্টেবলকে বারবার বুঝানোর পরও তিনি কথা না শুনে আমাকে হেনস্তা শুরু করেন। একপর্যায়ে বলেন, এখানে লাইভ করতে হলে সংসদ সচিবালয়ের পাস লাগবে।
জবাবে তিনি বলেন, এটা সংসদের বাইরে। এখান থেকে আরও অনেক বেসরকারি টেলিভিশন লাইভ করেছে। তারপরও মন গলেনি ওই পুলিশ সদস্যের। একপর্যায়ে টেলিভিশনের লাইভ বন্ধ করতে বলে বুমটি নিয়ে যাওয়া হয় পুলিশ বক্সে। সেখানে কর্তব্যরত এসআই নাজমুলও সাইদের সঙ্গে খারাপ আচরণ করেন।
কেএম/আরএ/