ঢাকাপ্রকাশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশিষ্টজনদের শুভেচ্ছা
মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল ঢাকাপ্রকাশ-এর প্রথম বর্ষপূতিতে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দেশের বিশিষ্টজনরা। বিশিষ্টজনদের মধ্যে ছিলেন শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, লেখক ও প্রকাশক, সাবেক রাষ্ট্রদূত, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যাংক কর্মকর্তা ও সমাজসেবক।
প্রথম বর্ষপূর্তিতে ঢাকাপ্রকাশ-কে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ, সাবেক সিনিয়র সচিব ও লেখক মাসুদ আহমেদ, সাবেক রাষ্ট্রদূত মসউদ মান্নান, সৃজনশীল পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি ফরিদ আহমেদ, বিজনেস আমেরিকা ম্যাগাজিনের বাংলাদেশ ব্যুরো প্রধান ড. জাহিদ আহমেদ চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মিল্টন বিশ্বাস, বাংলাদেশ টেলিভিশনের সাবেক উপ-মহাপরিচালক ফরিদুর রহমান, সাবেক কর কমিশনার বজলুল কবির ভূইয়া, বিশিষ্ট সমাজসেবক মনসুর আহমেদ চৌধুরী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান, পরিচালক (উপ-সচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার প্রমুখ।
শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভূইয়া, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, আবদুস সাত্তার পাটোয়ারী, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ববি হাজ্জাজ, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট এহসানুল হুদা, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া।
এ ছাড়াও জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, সিনিয়র সাংবাদিক এনাম আহমেদ, দ্য রিপোর্ট এর সম্পাদক লুৎফুর রহমান হিমেল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নবনির্বাচিত সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মাঈনুল হাসান সোহেল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান, আপ্যায়ন সম্পাদক মুহাম্মদ নঈমুদ্দীন, কার্যনির্বাহী সদস্য মোজাম্মেল হক তুহিন, রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য পবন আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম তপু ঢাকাপ্রকাশ-কে শুভেচ্ছা জানিয়েছেন।
এসআইবিএল ব্যাংকের পক্ষে এসভিপি এবং হেড অব মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন মনিরুজ্জামান টিপু, এনসিসি ব্যাংকের পক্ষে হেড অব ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং মো. আনোয়ার হোসেন, এসবিএসি ব্যাংকের হেড অব পিআর আবুল কালাম আজাদ, এনআরবিসি ব্যাংকের হেড অব পিআর মো. হারুন আর রশিদ, বিকাশ এর পিআর ব্র্যান্ড মিডিয়া রিলেশান এর ডিজিএম রোখসানা মিলি, সেবা নারী ও শিক্ষা কল্যাণের সিনিয়র প্রোগ্রামার মো. মুজিবুর হোসেন প্রমুখ।
এমএইচ/এসজি