শুভেচ্ছা জানাতে ঢাকাপ্রকাশ-এ প্রাণিসম্পদমন্ত্রী

ঢাকাপ্রকাশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৩০ নভেম্বর) ঢাকাপ্রকাশ কার্যালয়ে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানিয়েছেন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম।
১ ডিসেম্বর তিনি ঢাকার বাইরে থাকবেন এই কারণে আজই শুভেচ্ছা জানাতে আসা মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীকে ঢাকাপ্রকাশ কার্যালয়ে স্বাগত জানান ঢাকাপ্রকাশ-এর প্রধান সম্পাদক মোস্তফা কামাল।
এ সময় সহকারি সম্পাদক ড. সারিয়া সুলতানা ও ভারপ্রাপ্ত প্রধান প্রতিবেদক নিজামুল হক বিপুল উপস্থিত ছিলেন।
ঢাকাপ্রকাশ-কে শুভেচ্ছা শ.ম. রেজাউল করিম বলেন, ঢাকাপ্রকাশ সাফল্যের সঙ্গে প্রথম বছর পার করে দ্বিতীয় বছরে পা রাখল। একটি গুরুত্ত্বপূর্ণ সংবাদমাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করার যে দৃঢ়প্রত্যয় ছিল সেক্ষেত্রে তারা সফল হয়েছে। সাংবাদিকতায় ছিল বস্তুনিষ্টতা। হঠকারিতা বা অপ্রয়োজনে চটকদার সংবাদ ছিল না। এক ঝাঁক পেশাদার সাংবাদিকদের একটা চমৎকার উদ্যম নিয়ে এই গণমাধ্যম যে কাজটি শুরু করেছে তার সাফল্যের জায়গায় উত্তোরোত্তর সমৃদ্ধ হোক।
তিনি বলেন, ঢাকাপ্রকাশ মুক্তিযুদ্ধের কথা বেশি করে বলুক। বাঙালি সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি তুলে ধরুক। উন্নয়নের কথা বলুক। রাজনীতির নামে যারা অপরাজনীতি করে, দেশের উন্নয়নে যারা ক্ষতিকর তাদের স্বরূপও তুলে ধরুক ঢাকাপ্রকাশ।
এনএইচবি/এমএমএ/
