‘প্লাটিনাম জয়ন্তীতে বাংলাদেশকে আমন্ত্রণ না জানানো ভারতের ভুল’
ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তির অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির আমন্ত্রণ না পাওয়াকে ভারতের ভুল হিসেবে অভিহিত করেছেন আগরতলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রণব সরকার।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় প্রেস ক্লাবের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২০ অক্টোবর) ক্লাবের আবদুস সালাম হলে ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক ও গণমাধ্যমের ভূমিকা : চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রণব সরকার একথা বলেন।
একটা ভুল দিয়ে পুরো বিষয়কে বিচার করলে হবে না মন্তব্য করে প্রণব সরকার বলেন, আপনারা অনেকেই চীন-পাকিস্তানের কথা বলছিলেন। কিন্তু আমরা যারা বাংলায় সাংবাদিকতা করি তারা সবাই কিন্তু এক কথায় বাংলাদেশকে গুরুত্ব দেই। এ জায়গায় ভুল বোঝাবুঝি যেন না হয়।
অনেকগুলো ইস্যু ইতোমধ্যে দুই দেশ সমাধান করেছে মন্তব্য করে প্রণব সরকার বলেন, অনেকগুলো ইস্যু কিন্তু আমরা সমাধান করেছি। দু'দেশের সম্পর্কে চ্যালেঞ্জ কম, প্রত্যাশা বেশি। বড় বড় হাউজের কিন্তু প্রতিনিধি আছে এদেশে। ভারতের পত্রিকাগুলো বাংলাদেশকে গুরুত্ব দেয় বলেই কিন্তু তাদের প্রতিনিধি আছে এদেশে। বিষয়টি ইতিবাচকভাবে দেখতে হবে।
প্রণব সরকার বলেন, আমি বলব হতাশ হওয়ার জায়গা নাই। আমরা যাতে একসঙ্গে থাকতে পারি সেটি মাথায় নিতে হবে।
আরইউ/এসজি