তিস্তার পানিতে বাংলাদেশের ন্যায্য অধিকার আছে: গৌতম লাহিড়ী
তিস্তা নদীর পানিতে বাংলাদেশের ন্যায্য অধিকার আছে বলে মন্তব্য করেছেন প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় প্রেস ক্লাবের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২০ অক্টোবর) ক্লাবের আবদুস সালাম হলে ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক ও গণমাধ্যমের ভূমিকা : চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে বক্তৃতায় এ মন্তব্য করেন গৌতম লাহিড়ী।
অবশ্যই তিস্তার পানি বাংলাদেশ পেতে হবে মন্তব্য করে গৌতম লাহিড়ী বলেন, তিস্তায় পানি নাই তো কী হয়েছে? যা আছে তাই ভাগ করে নিতে হবে দুই দেশকে।
তিনি বলেন, সীমান্ত হত্যার পেছনের কারণ অনুসন্ধানে একটি যৌথ তদন্তের দরকার। এখানকার মিডিয়ায় ‘বাংলাদেশি’ হিসেবে লেখা হয় আর ভারতীয় মিডিয়ায় লেখা হয় ‘চোরাকারবারি’। এমনটা কেন হয় সেটা জানা দরকার। কেনই বা প্রতিটি ঘটনা রাতে ঘটে। প্রতিটি মৃত্যুই মর্মান্তিক। আমরা অনেক সময় ঘরে বসে বা টিভি দেখে রিপোর্ট লিখি। ঘটনাস্থলে গিয়ে রিপোর্ট লিখতে হবে।
প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি বলেন, ২০২১ সালে প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় বঙ্গবন্ধুর নামে মিডিয়া সেন্টার ও লাইব্রেরি হয়েছে। সিঁড়িতে বঙ্গবন্ধুর ছবি রেখেছি যাতে এটা দ্বিতীয় ৩২ নম্বরের বাড়ি মনে হয়।
বাংলাদেশ অবশ্যই বাংলাভাষী ভারতীয় ছাড়াও বাকি ভারতীয়দের কাছে পৌঁছাতে পারবে এমন আশাবাদ ব্যক্ত করে গৌতম লাহিড়ী বলেন, এক্ষেত্রে আমরা দুই দেশের সাংবাদিকরা সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারি।
আরইউ/এসজি