ডিআরইউ নির্বাচন: রাজনীতির বাইরের প্রার্থীকে বেছে নিল ভোটাররা
ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটি-২০২২ এর নির্বাচন অনুষ্ঠিত হলো ৩০ নভেম্বর। দীর্ঘদিন পর বাংলাদেশের প্রধান দুইটি রাজনৈতিক দল আওয়ামী লীগ বা বিএনপি সমর্থিত প্যানেলের প্রভাব মুক্ত হয়ে এ নির্বাচন অনিুষ্ঠিত হলো। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম মিঠু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম হাসিব।
ঢাকায় কর্মরত সাংবাদিকদের সবচেয়ে জনপ্রিয় এ সংগঠনটিতে প্রতিবছর ৩০ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে সভাপতি পদে নজরুল ইসলাম মিঠু পেয়েছেন ৪৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজ চৌধুরী পান ৩০৪ ভোট। সভাপতি অন্য প্রার্থীদের মধ্যে সাখাওয়াত হোসেন বাদশা পান ২৫৩ ভোট, কবির আহমেদ খান পান ২৩৬ ভোট। সর্বনিম্ন ১৯৯ ভোট পেয়েছেন সৈয়দ শুকুর আলী শুভ।
সহ-সভাপতি পদে ওসমান গনি বাবুল ৩৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাশেদুল হক পেয়েছেন ৩৫৮ ভোট। সহ-সভাপতি পদে অন্যদের মধ্যে আতিকুর রহমান পেয়েছেন ৩০০ ভোট এবং আবুল বাশার নুরু পেয়েছেন ২৯৪ ভোট।
সাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম হাসিব ৫০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটত প্রতিদ্বন্দ্বী মসিউর রহমান খান পেয়েছেন ৩৩৬ ভোট। অপর প্রার্থীদের মধ্যে তোফাজ্জেল হোসেন পেয়েছেন ২৩১ ভোট, মো. মঈন উদ্দিন খান ২২৭ ভোট, জামিউল আহসান সিপু ১৪৮ ভোট ।
যুগ্ম সম্পাদক শাহনাজ শারমীন ৮৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী মঈনুল আহসান পেয়েছেন ৫৮৯ ভোট।
অর্থ সম্পাদক পদে এসএম কালাম ৬৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহ আলম নূর পেয়েছেন ৫৪১ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল্লাহ আল কাফি ৮৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম পেয়েছেন ৫৫৬ ভোট।
দপ্তর সম্পাদক পদে রফিক রাফি ৭১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী কাওসার আজম পেয়েছেন ৬০৫ ভোট।
নারী সম্পাদক পদে তাপসী রাবেয়া আঁখি ৮৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জান্নাতুল ফেরদৌস পান্না পেয়েছেন ৪৯৫ ভোট।
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কামাল উদ্দিন সুমন ৭২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম উমর ফারুক পেয়েছেন ৫২৩ ভোট।
তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন কামাল মোশারেফ। ক্রীড়া সম্পাদক পদে মাকসুদা লিসা ৭২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. কবিরুল ইসলাম পেয়েছেন ৬২২ ভোট।
সাংস্কৃতিক সম্পাদক পদে নাদিয়া শারমিন সর্বোচ্চ ৯৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সায়ীদ আবদুল মালিক পেয়েছেন ৪৩০ ভোট।
আপ্যায়ন সম্পাদক পদে মুহাম্মদ আখতারুজ্জামান বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত।
কল্যাণ সম্পাদক পদে কামরুজ্জামান বাবলু ৭৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর কিরণ পেয়েছেন ৫০১ ভোট।
কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী সাত জন হলেন- হাসান জাবেদ, মাহমুদুল হাসান, সোলাইমান সালমান, সুশান্ত কুমার সাহা. মো. আল আমিন, এস কে রেজা পারভেজ, মো. তানভীর আহমেদ, মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ)।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ১ হাজার ৭২২ জন। ভোট প্রদান করেছেন ১ হাজার ৪৫৫ জন সদস্য। একটি ভোট বাতিল হয়েছে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ডিআরইউ কার্যালয়ের নসরুল হামিদ মিলনায়তনে। ভোট গ্রহণ শেষে সামান্য বিরতি দিয়ে সন্ধ্যায় ভোটের ফলাফল ঘোষণা করেন ডিআরইউ নির্বাচন কমিশনের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ।
এসএম/এএন