প্রেসক্লাবে সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদের জানাজা সম্পন্ন
জাতীয় প্রেসক্লাবে একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, দ্য ফাইন্যান্সিয়াল হেরাল্ডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদের জানাজা সম্পন্ন হয়েছে।
রোববার (২৬ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ অনেকেই ছিলেন।
জানাজার আগে প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ক্লাবের সদস্যদের পক্ষ থেকে ক্লাবের সাবেক এ সভাপতির প্রতি শ্রদ্ধা জানান ও বক্তব্য রাখেন।
তিনি বলেন, 'আমরা আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত। আমাদের অভিভাবককে নিস্তব্ধ নিথর রেখে আমরা কথা বলছি। উনার ব্যাপারে কখনো কাউকে নেতিবাচক কথা বলতে আমি শুনিনি।'
রিয়াজ উদ্দিনের ছেলে মাসরুর রিয়াজ সবার কাছে তার বাবার জন্য দোয়া চান। তিনি জানান, রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে রিয়াজউদ্দিন আহমেদকে।
জানাজা শেষে জাতীয় প্রেসক্লাব, ডিইউজে, ডিআরইউসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
গতকাল শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর। গত ১৬ ডিসেম্বর রিয়াজ উদ্দিন আহমেদ ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ভর্তির পর তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি শনিবার বেলা দেড়টার দিকে মারা যান।
রিয়াজ উদ্দিন আহমেদ দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ও দ্য নিউজ টুডে পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন। সাংবাদিকতায় গৌরবময় অবদানের জন্য রিয়াজ উদ্দিন আহমেদ ১৯৯৩ সালে একুশে পদক লাভ করেন।
রিয়াজ উদ্দিন আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান। এক বিবৃতিতে তারা বলেছেন, প্রখ্যাত সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ ছিলেন সাংবাদিক সমাজের অভিভাবক।
এমএ/এসএন