চব্বিশ ঘণ্টা অবিরাম সম্প্রচারে বিটিভি চট্টগ্রাম
দীর্ঘ ২৫ বছর পর ২৪ ঘণ্টা অবিরাম সম্প্রচার শুরু হয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রে। এ উপলক্ষে চ্যানেলের রজতজয়ন্তী উপলক্ষে রবিবার (১৯ ডিসেম্বর) দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে বিটিভি কর্তৃপক্ষ।
রজতজয়ন্তী ও ২৪ ঘন্টা কার্যক্রমের উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রবিবার দুপুর ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও বার্তার মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন। অনুষ্ঠান উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। চট্টগ্রাম কেন্দ্রের রজতজয়ন্তীতে বর্ণাঢ্য অনুষ্ঠানের অংশ হিসেবে সকাল ১০টায় অনুষ্ঠিত হয় শোভাযাত্রা। বিকেলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, তথ্য ও সম্প্রচার সচিব মোহাম্মদ মকবুল হোসেন ও বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেন।
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য বলেন, ‘বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ২৪ ঘণ্টার সম্প্রচার শুরু হলো। নানা সংকট ও সীমাবদ্ধতাকে পাশ কাটিয়ে বরাবরের মতো আমরা মানসম্মত অনুষ্ঠান করার প্রচেষ্টা চালিয়ে যাবো। আমরা চট্টগ্রাম অঞ্চলের ইতিহাস ও সংস্কৃতি বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টা করছি এই কেন্দ্র থেকে।’
বিটিভির তথ্যমতে, ১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর আওয়ামী লীগ সরকারের আমলে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের যাত্রা শুরু হয়। দেড় ঘণ্টার অনুষ্ঠান সম্প্রচার করা হতো এই কেন্দ্র থেকে। চট্টগ্রাম অঞ্চলের মাটি ও মানুষের কথা তুলে ধরার পাশাপাশি শিক্ষা ও সংস্কৃতির বিকাশের ঘোষণা দিয়ে যাত্রা শুরু করেছিল বিটিভির আলাদা এই কেন্দ্র।
প্রতিষ্ঠার ২০ বছর পর ২০১৬ সালের ৩১ ডিসেম্বর থেকে শুরু হয় ৬ ঘণ্টার স্যাটেলাইট সম্প্রচার কার্যক্রম। ২০১৯ সালের ১৩ এপ্রিল থেকে শুরু হয় ৯ ঘণ্টার সম্প্রচার। ২০২০ সালের ২৬ জানুয়ারি থেকে শুরু হয় ১২ ঘণ্টা সম্প্রচার।
২০১৯ সালের ১ জুলাই থেকে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মাধ্যমে চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান বহির্বিশ্বেও সম্প্রচার শুরু হয়। গত বছরের সেপ্টেম্বরে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে ৪৩৮ ফুট উঁচু টাওয়ার নির্মাণ করা হয়। এই টাওয়ার দিয়ে ১২টি ক্যাবল চ্যানেল ও দুটি টেরিস্ট্রিয়াল চ্যানেল চালানো যায়। টাওয়ারের পাশেই স্থাপন করা হয়েছে ট্রান্সমিশন।
গত বছর ৩ সেপ্টেম্বর থেকে এই ট্রান্সমিশন দিয়ে বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড, সংসদ টিভি ও চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্র সম্প্রচার চলছে। এর ফলে চট্টগ্রামের মতো সারাদেশে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান টেরিস্ট্রিয়াল হিসেবে দেখা যাচ্ছে।
চলতি বছরের ১০ জানুয়ারি থেকে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে ১৮ ঘণ্টা অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়। প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তিতে রবিবার থেকে শুরু হয় ২৪ ঘণ্টার অবিরাম সম্প্রচার। চট্টগ্রামের কৃতি সন্তান তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের ঐকান্তিক চেষ্টায় এটি সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টদের অভিমত।
আইকে/এএন