বেসরকারি টিভিতে ইশারা ভাষার সংবাদ উপস্থাপক নেওয়ার প্রস্তাব
বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে ইশারা ভাষার সংবাদ উপস্থাপক নিয়োগের প্রস্তাব করেছে সংসদীয় কমিটি। এজন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
রবিবার (১৯ ডিসেম্বর) সংসদ ভবনে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, আ. কা. ম. সরওয়ার জাহান, আরমা দত্ত এবং কাজী কানিজ সুলতানা অংশগ্রহণ করেন। বিশেষ আমন্ত্রণে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান যোগদান করেন।
বৈঠকে সমাজসেবা অধিদপ্তরের চাইল্ড সেনসেটিভ সোস্যাল প্রোটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ের বাস্তব চিত্র তুলে ধরার লক্ষ্যে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করে তথ্য সংগ্রহ এবং এই প্রকল্পের প্রয়োজনীয়তা ও উপযোগিতা বাস্তবসম্মত হওয়ায় ইউনিসেফকে তথ্য সরবরাহের মাধ্যমে ২০২৪ সালের পরেও অর্থায়নের জন্য অনুরোধ জানিয়ে পত্র পাঠাতে বলেছে সংসদীয় কমিটি।
কমিটি বাক এবং শ্রবণ প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নের জন্য ইশারা ভাষা ইনস্টিটিউট স্থাপনের লক্ষ্যে বিশেষজ্ঞ দেশী বা বিদেশী যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহযোগিতা, পরামর্শ গ্রহণ এবং বেসরকারি গণমাধ্যম বিশেষ করে বেসরকারি টেলিভিশনগুলোতে বাংলা ইশারা ভাষায় সংবাদ উপস্থাপনের লক্ষ্যে তথ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। বৈঠকে মৈত্রী শিল্পের উন্নয়ন ও আধুনিকায়নের পাশাপাশি বিপণনে সহযোগিতা প্রদান করা এবং স্থায়ী কমিটি কর্তৃক মৈত্রী শিল্প সরেজমিন পরিদর্শনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এসএম/এমএমএ/