শুক্রবার, ৭ ফেব্রুয়ারি ২০২৫ | ২৪ মাঘ ১৪৩১
Dhaka Prokash

বেসরকারি টিভিতে ইশারা ভাষার সংবাদ উপস্থাপক নেওয়ার প্রস্তাব

বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে ইশারা ভাষার সংবাদ উপস্থাপক নিয়োগের প্রস্তাব করেছে সংসদীয় কমিটি। এজন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

রবিবার (১৯ ডিসেম্বর) সংসদ ভবনে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, আ. কা. ম. সরওয়ার জাহান, আরমা দত্ত এবং কাজী কানিজ সুলতানা অংশগ্রহণ করেন। বিশেষ আমন্ত্রণে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান যোগদান করেন।

বৈঠকে সমাজসেবা অধিদপ্তরের চাইল্ড সেনসেটিভ সোস্যাল প্রোটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ের বাস্তব চিত্র তুলে ধরার লক্ষ্যে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করে তথ্য সংগ্রহ এবং এই প্রকল্পের প্রয়োজনীয়তা ও উপযোগিতা বাস্তবসম্মত হওয়ায় ইউনিসেফকে তথ্য সরবরাহের মাধ্যমে ২০২৪ সালের পরেও অর্থায়নের জন্য অনুরোধ জানিয়ে পত্র পাঠাতে বলেছে সংসদীয় কমিটি।

কমিটি বাক এবং শ্রবণ প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নের জন্য ইশারা ভাষা ইনস্টিটিউট স্থাপনের লক্ষ্যে বিশেষজ্ঞ দেশী বা বিদেশী যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহযোগিতা, পরামর্শ গ্রহণ এবং বেসরকারি গণমাধ্যম বিশেষ করে বেসরকারি টেলিভিশনগুলোতে বাংলা ইশারা ভাষায় সংবাদ উপস্থাপনের লক্ষ্যে তথ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। বৈঠকে মৈত্রী শিল্পের উন্নয়ন ও আধুনিকায়নের পাশাপাশি বিপণনে সহযোগিতা প্রদান করা এবং স্থায়ী কমিটি কর্তৃক মৈত্রী শিল্প সরেজমিন পরিদর্শনের সিদ্ধান্ত গৃহীত হয়।

 

এসএম/এমএমএ/

Header Ad
Header Ad

চুয়াডাঙ্গায় আবারও বাড়ছে শীত, তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় ১ দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ক্রমাগত শীতে প্রচণ্ড অস্বস্তিতে রয়েছে এ জেলার মানুষ। কর্মজীবনে নেমে এসেছে প্রতিবন্ধকতা। হিমেল হাওয়ায় কনকনে শীত অনুভূত হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রৌদ্রময় আবহাওয়া দেখা দিচ্ছে। হিমেল হাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক কর্মকর্তা রকিবুল হাসান জানান, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৬৪ শতাংশ।

এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। আগামী দু'দিন তাপমাত্রার পারদ আরো কমতে পারে। তবে দিনে রোদ থাকবে। রাতে শীত অনুভূত হবে। 

Header Ad
Header Ad

গুঁড়িয়ে দেওয়া হলো গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কার্যালয়

গুঁড়িয়ে দেওয়া হলো গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কার্যালয়। ছবি: সংগৃহীত

গাইবান্ধা শহরের এক নং রেলগেট এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বায়োজিদ বোস্তামী জিম বলেন, ঢাকায় ফ্যাসিবাদের আঁতুরঘর ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা। তারই ধারাবাহিকতায় গাইবান্ধায় ফ্যাসিবাদের কার্যালয় উচ্ছেদ করছি। আমরা চাই, কোথাও যেন ফ্যাসিবাদের চিহ্ন না থাকে। ছাত্র-জনতা এভাবেই ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা রুখে দেবে।

তিনি বলেন, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কার্যালয়টি রেলওয়ের জায়গায় অবস্থিত। এটি দখলদারিত্বের মাধ্যমে স্থাপিত হয়েছিল। এই জায়গায় একটি পাবলিক টয়লেট করা হবে।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, আমি বাড়িতে আছি। এ ধরনের কোনো খবর আমার কাছে নেই।

Header Ad
Header Ad

নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

নিহত মো. মামুন হোসাইন। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন হোসাইনকে (৪০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে পূর্বলালপুর রেললাইন এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মামুন ফতুল্লা পূর্ব লালপুর রেললাইন এলাকার মৃত সমন আলী বেপারীর ছেলে। তিনি ইট-বালু ও সিমেন্টের ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শী নিহতের প্রতিষ্ঠানের ম্যানেজার আজাদ মিয়া বলেন, বৃহস্পতিবার রাত ২টার দিকে পূর্ব লালপুর রেললাইন এলাকায় বালু, ইট, বালু সিমেন্ট লোড আনলোড করে বাসায় যান মামুন হোসাইন। পরে ভোর ৪টায় আবার আসেন এবং তিনি দোকানের সামনে এসে দাঁড়ালে বেশ কয়েকটি গুলি করে দুর্বৃত্তরা। শব্দ পেয়ে সবাই দৌড়ে এসে দেখি মামুন হোসাইন মাটিতে পড়ে আছেন। এ সময় দুজন যুবককে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়। এরপর দ্রুত মামুন হোসাইনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল মিয়া বলেন, নিহত মামুন হোসাইন ইট, বালু, সিমেন্ট ব্যবসা করতেন। বৃহস্পতিবার রাতে মালামাল লোড-আনলোড করার সময় তিনি উপস্থিত থাকেন। শুক্রবার ভোর সাড়ে ৪টায় তাকে ফোন করে ডেকে আনা হয়, ওই সময় তাকে গুলি করা হয়। তার ডান চোখে অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মামুন নিহত হন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় আবারও বাড়ছে শীত, তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে
গুঁড়িয়ে দেওয়া হলো গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কার্যালয়
নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
আ.লীগ কর্মীদের বিশেষ ট্রেনিং, সাবেক মেয়র জাহাঙ্গীরের ফোনালাপ ফাঁস!
দেশের চলমান পরিস্থিতি নিয়ে যা বলল বিএনপি
আন্তর্জাতিক আদালতের ওপর নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প
বনানীতে শেখ সেলিমের বাসায় অগ্নিসংযোগ, বিক্ষুব্ধ জনতার তাণ্ডব
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মাদকসহ ৭ কিশোর আটক
এবার অভিনেত্রী সোহানা সাবা গ্রেপ্তার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে
নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়কে গণশৌচাগার ঘোষণা, খাদ্যমন্ত্রীর বাড়িতে ভাঙচুর
সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
যুক্তরাষ্ট্রে প্রার্থনা প্রাতরাশে যোগ দিলেন ফখরুল-খসরু-জাইমা
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ
শিরোপা জিতলে লঞ্চে বরিশাল যাবেন তামিমরা
থানার ফেসবুক আইডিতে শেখ হাসিনার ভিডিও শেয়ার, পরবর্তীতে ডিলিট
দেশি-বিদেশি মিডিয়াসহ আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা
অভিনেত্রী মেহের আফরোজ শাওন গ্রেফতার
মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ
৩২ নম্বরে হামলা-ভাঙচুর শেখ হাসিনার বক্তব্যের ক্ষোভের বহিঃপ্রকাশ: পররাষ্ট্র উপদেষ্টা
দেহটা ছাড়া কোনোকিছুই আমার ছিল না, একসময় খুনিও ভাড়া হয়েছিল: পপি