ঢাকাপ্রকাশ অফিসে জিএম কাদের
মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল হিসেবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশের পর ঢাকাপ্রকাশ অফিস এসে শুভেচ্ছা বিনিময় করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলের নেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এমপি।
শনিবার (১১ ডিসেম্বর) বিকেলে কারওয়ান বাজার ঢাকাপ্রকাশ কার্যালয়ে এসে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এরপর ঢাকাপ্রকাশের প্রধান সম্পাদক মোস্তফা কামাল এর উপস্থাপনায় এডিটর’স টক অনুষ্ঠানে নিজ দলের ভাবনা রাজনীতির নানা বিষয় নিয়ে আলোচনা করেন।
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির অবস্থান কি হবে? কোন জোটে যাবে নাকি একক ভাবে নির্বাচন করবে এসব বিষয়সহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।