ভ্যালেন্টাই’স উইক শুরু কাল
কোন দিন কী করবেন
ভ্যালেন্টাইন সপ্তাহ শুরু হচ্ছে কাল (৭ ফেব্রুয়ারি) । সপ্তাহের সূচনা হয় গোলাপ দিবস দিয়ে। প্রতি বছর ৭ ফেব্রুয়ারি উদযাপিত হয় রোজ ডে। প্রেমিক-প্রেমিকাকে ভালোবেসে যেকোনও ফুল দিলেই তো হয়। তবে গোলাপ কেন? কারণ প্রেম এবং প্রেমের গভীর স্রোতের প্রতীক লাল গোলাপ। প্রেমের গল্প শুরুও হয় গোলাপ দিয়ে, আর বইয়ের ভাঁজে রাখা শুকনো গোলাপ অনেক না হওয়া বা ফুরিয়ে যাওয়া প্রেমের সাক্ষ্য বহন করে।
ভালোবাসা, কৃতজ্ঞতা এবং মনের গোপন অনুভূতি প্রকাশের জন্য যখন শব্দ অপ্রতুল হয়, তখন একটি গোলাপ সেই অনেক কিছুর প্রতীক হয়ে দেখা দিতে পারে। গোলাপ দিবসে টকটকে লাল গোলাপ দিয়ে মনের মানুষকে ভালোবাসার কথা বলুন আপনিও।
একখানি গোলাপ অনেক না বলা কথার সমান। একগোছা গোলাপও দিতে পারেন প্রিয়জনকে। গোলাপকে যে নামে ডাকা হোক সে গোলাপই, কিন্তু গোলাপের প্রতিটা রঙের মানে এক নয়। লাল গোলাপ মানেই প্রেম এবং রোম্যান্স। হলদে গোলাপ বন্ধুত্বের রঙ। যদি সদ্য বিয়ে করে থাকেন বা নতুন সম্পর্ক শুরু করে থাকেন তবে প্রিয়জনকে সাদা গোলাপও দিতে পারেন। সাদা গোলাপ নতুন সূচনার প্রতীক। শুধু গোলাপ নয়, একখানা প্রেমপত্রও লিখে দিন। প্রেমের চিঠি আর গোলাপ এই দুইয়ের কদরই আলাদা।
এক ঝলকে দেখে নিন বিশেষ দিনক্ষণ:
৭ ফেব্রুয়ারি (সোমবার): রোজ ডে
৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) : প্রপোজ ডে
৯ ফেব্রুয়ারি (বুধবার): চকলেট ডে
১০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): টেডি ডে
১১ ফেব্রুয়ারি (শুক্রবার): প্রমিস বা প্রতিশ্রুতি ডে
১২ ফেব্রুয়ারি (শনিবার): হাগ ডে
১৩ ফেব্রুয়ারি (রবিবার): কিস ডে
১৪ ফেব্রুয়ারি (সোমবার): ভ্যালেন্টাইন’স ডে