সংসার সুখের হয় দুজনের গুণে
শুধু ভালোবাসাই যথেষ্ট নয় সুখী দাম্পত্য জীবনের জন্য। দৈনন্দিন কাজকর্মে সঙ্গীকে সাহায্য করাও সমান গুরুত্বপূর্ণ।
সুখী দাম্পত্য জীবনের চাবিকাঠি ঠিক কী, তা খুঁজেন অনেকেই। কিন্তু শুধু ভালোবাসা, ধন-সম্পত্তি কিংবা যৌন মিলনের আনন্দই যথেষ্ট নয়। সুখী দাম্পত্য পেতে দৈনন্দিন কাজকর্মে সঙ্গীকে সাহায্য করাও সমান গুরুত্বপূর্ণ। এমনই মনে করেন অধিকাংশ মানুষ।
সম্প্রতি আমেরিকার একটি সংস্থার করা সমীক্ষায় প্রকাশ পেয়েছে, প্রায় ৫৩ শতাংশ দম্পতি মনে করেন যে, দাম্পত্য সুখের রাখতে ভালোবাসার সঙ্গে প্রয়োজন গৃহকর্মের সুষম বণ্টন। এমনকি, প্রায় ৫০ শতাংশ দম্পতি মনে করেন, দৈনন্দিন কাজে সাহায্য না করা পরকীয়ার থেকেও বেশি নেতিবাচক প্রভাব ফেলে সম্পর্কের উপর।
সমীক্ষায় অংশ নেওয়া দম্পতিদের ৭২ শতাংশই জানান যে, তাদের দৈনন্দিন গৃহকর্মে সমতা নেই। পুরুষের থেকে মহিলাদের মধ্যে সঙ্গীর কাজকর্ম নিয়ে অসন্তুষ্টি রয়েছে বেশি। সমীক্ষায় আরও উঠে এসেছে যে, অতিমারির সময়ে আগের থেকে বেশি বৃদ্ধি পেয়েছে গৃহকর্মের সমস্যা। ৬০ শতাংশ দম্পতির মতে বাড়ির কাজকর্ম হাত মিলিয়ে করলে অনেক বেশি মজবুত হয় সম্পর্ক।
টিটি/