রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫ | ২৫ মাঘ ১৪৩১
Dhaka Prokash

আঙুলের গঠন দেখেই বুঝে নেওয়া যায় চরিত্র

হাতের রেখার মধ্যে যেমন ব্যক্তির ভবিষ্যৎ লুকিয়ে থাকে, তেমনই হাতের আঙুলও ব্যক্তি সম্পর্কে অনেক কিছু জানিয়ে থাকে। শুধুমাত্র আঙুল দেখেই কিন্তু বলে দেওয়া যায় আপনি কেমন স্বভাবের, প্রেমে কতটা গভীর। ঋষি সমুদ্র এই শাস্ত্রের রচনা করেন বলে একে সমুদ্র শাস্ত্র বলা হয়। সমুদ্রশাস্ত্র অনুযায়ী, ব্যক্তির শরীরের গঠন দেখে তাঁদের ব্যক্তিত্ব সম্পর্কে জানা যায়। ঋষি সমুদ্র শাস্ত্র-মতে আঙুলের আকার দেখে ব্যক্তির চরিত্র, স্বভাব ও ভবিষ্যৎ সম্পর্কে জানা যায়।

 পাতলা আঙুল- জ্যোতিষ শাস্ত্র (Astrology)অনুযায়ী যে জাতকদের আঙুল পাতলা, তাঁরা সুস্বাস্থ্যের অধিকারী হন। তাঁরা সৃজনশীল প্রতিভার অধিকারী হয়ে থাকেন। অন্যের কাছ থেকে খুব বেশি প্রত্যাশা করেন না তাঁরা। ভালোভাবে সম্পর্ক পালন করতে জানেন তাঁরা। অন্যের সুখ-দুঃখ সম্পর্কে চিন্তাভাবনা করে থাকেন। উন্মুক্ত বিচারধারার হন এই জাতকরা  (Finger Reveals Personality)। পাশাপাশি স্বচ্ছ মনের মানুষ হন। সকলকে আনন্দিত করতে সচেষ্ট থাকেন তাঁরা। প্রতীকী ছবি।

পাতলা আঙুল: জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী যে জাতকদের আঙুল পাতলা, তাঁরা সুস্বাস্থ্যের অধিকারী হন। তাঁরা সৃজনশীল প্রতিভার অধিকারী হয়ে থাকেন। অন্যের কাছ থেকে খুব বেশি প্রত্যাশা করেন না তারা। ভালোভাবে সম্পর্ক পালন করতে জানেন তারা। অন্যের সুখ-দুঃখ সম্পর্কে চিন্তাভাবনা করে থাকেন। উন্মুক্ত বিচারধারার হন এই জাতকরা । পাশাপাশি স্বচ্ছ মনের মানুষ হন। সকলকে আনন্দিত করতে সচেষ্ট থাকেন তারা।

মোটা আঙুল: আবার মোটা ও ভরাট আঙুলের জাতকরা কাজ ও সম্পর্কের বিষয় অধিক গম্ভীর প্রকৃতির হন। তবে তারা কৃপণ হয়ে থাকেন। অর্থ সঞ্চয় করতে পারেন এই জাতকরা। অপেক্ষাকৃত রাগী স্বভাবের হন তারা। সামান্য কথাতেও অনেক সময় রেগে যেতে দেখা যায় তাদের। কনিষ্ঠা ও অনামিকার দৈর্ঘ্য সমান হলে এমন জাতক রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন। ভালো রাজনীতিজ্ঞ হন তারা।

মধ্যমা বেশি বড় হলে: যে জাতক বা জাতিকার মধ্যমা তাদের অন্যান্য আঙুল থেকে বড়, তারা অত্যন্ত সৎ হন। অত্যন্ত গভীর স্বভাবের হন তারা। একাগ্রতার সঙ্গে সমস্ত কাজ পূর্ণ করেন এঁরা। অন্যকে তোয়াক্কা করেন না এই জাতকরা। খোশমেজাজে থাকতে ভালোবাসেন।

 ছোটো আঙুলের জাতক- ধীরস্থির স্বভাবের হন ছোটো আঙুলের জাতকরা (Astrology)। তাড়াতাড়ি কাজ মিটিয়ে তা থেকে মুক্তি পেতে তৎপর থাকেন তাঁরা। এই অভ্যাসের কারণে খুব শীঘ্র সমস্যার সমাধান করে নেন তাঁরা।

ছোটো আঙুলের জাতক: ধীরস্থির স্বভাবের হন ছোটো আঙুলের জাতকরা। তাড়াতাড়ি কাজ মিটিয়ে তা থেকে মুক্তি পেতে তৎপর থাকেন তারা। এই অভ্যাসের কারণে খুব শিগগিরেই সমস্যার সমাধান করে নেন তারা। 

 নিষ্ঠুর স্বভাবের হন এবং খুব শীঘ্র রেগে যান এই জাতকরা। তবে ছোট আঙুল সুন্দর হলে সেই ব্যক্তিরা সর্বগুণ সম্পন্ন হয়ে থাকেন। প্রতীকী ছবি।

নিষ্ঠুর স্বভাবের হন এবং খুব শিগগিরই রেগে যান এই জাতকরা। তবে ছোট আঙুল সুন্দর হলে সেই ব্যক্তিরা সর্বগুণ সম্পন্ন হয়ে থাকেন।

Header Ad
Header Ad

গাজীপুরে হামলা:

চট্টগ্রামে স্বরাষ্ট্র উপদেষ্টার ‘গায়েবানা জানাজা’  

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতীকী গায়েবানা জানাজা পড়েন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ‘আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ ও দলটিকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ’ শিরোনামে এ কর্মসূচিতে অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করেন তারা।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনও ছাত্রদের ওপর হামলা করছে। ছয় মাস পরও আওয়ামী লীগের বিচারে দৃশ্যমান পদক্ষেপ নেই। ছাত্র-জনতার জানমালের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না। হাতিয়া, গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলা হয়েছে। প্রশাসন কোনও ব্যবস্থা নিচ্ছে না।

কর্মসূচিতে অংশ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ‘এ সরকার বারবার ব্যর্থ হচ্ছে। ছয় মাস হয়ে গেলো, এখন পর্যন্ত খুনিদের বিচার করতে পারেনি। বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই বাজে। পুলিশ প্রশাসন বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তাই আমরা আজ এই বীর চট্টলার জমিন থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছি।’

সংগঠনটির চট্টগ্রামের সমন্বয়ক জোবায়েরুল আলম মানিক বলেন, ‘আমরা খুনি আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেসব পদক্ষেপ নেওয়ার কথা, সে ধরনের কোনও পদক্ষেপ দেখতে পাচ্ছি না। আমরা চিহ্নিত খুনিদের বিরুদ্ধে যে ধরনের পদক্ষেপ নেওয়ার কথা, সেই পদক্ষেপ দ্রুত দেখতে চাই।’

ছাত্রদের এ কর্মসূচির সময় মুক্তিযুদ্ধবিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন। এ সময় তার গাড়ি ছাত্রদের বিক্ষোভ মিছিলের কারণে রাস্তায় আটকে যায়। যদিও এর আগেই তিনি হেঁটে প্রেসক্লাবে প্রবেশ করেন।

 

Header Ad
Header Ad

এবার ভারত সীমান্ত অভিমুখে লং মার্চের ডাক দিলেন পিনাকী  

অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য। ছবিঃ সংগৃহীত

অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য চাপাইনবয়াবগঞ্জ সীমান্ত অভিমুখে লং মার্চ করার ঘোষণা করেছেন।

আজ ( ৮ ফেব্রুয়ারি) রাত ৯টার পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি সট্যাটাস শেয়ার করেছেন।

তিনি জানান: আজ রাতেই সীমান্ত অভিমুখে লং মার্চ ও চাপাইনবয়াবগঞ্জ এ জিয়াফতে রওনা হচ্ছি আমরা ১১.০০ টায়, কেন্দ্রীয় শহীদ মিনার হতে, আগ্রহীরা দ্রুত চলে আসুন। আমরা ৭ টা বাস নিয়ে রওনা দিচ্ছি।

চাপাইনবাবগঞ্জের কিরণ সীমান্ত জিয়াফতের স্থান উল্লেখ করে লিখেন, জিয়াফতের স্থান: চাপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ উপজেলার ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, কিরনগঞ্জ সীমান্ত।

 

Header Ad
Header Ad

চুয়াডাঙ্গায় বিনামূল্য চোখের ছানি অপারেশন ক্যাম্প

ছবিঃ ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গার সার্বিক তত্ত্বাবধানে ও আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার কর্তৃক আয়োজিত এবং সাইটসেভার্স এর সহযোগিতায় জেলা সমন্বিত চক্ষু সেবা কর্মসূচীর আওতায় চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে "বিনামূল্যে চোখের ছানি অপারেশন ক্যাম্প" এর আয়োজন করা হয়।

শনিবার ( ০৮ ফেব্রুয়ারি) চুয়াডাঙ্গায় আয়োজিত তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে জেলা প্রশাসন মোহাম্মদ জহিরুল ইসলাম এই ক্যাম্প উদ্বোধন করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার আহবায়ক আসলাম হোসেন অর্ক।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য প্রদান করেন আহমেদ মাহবুব-উল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সহ আরো আরো অনেকে । চিকিৎসা সেবাপ্রত্যাশীদের জন্য যে সকল যন্ত্রপাতি ব্যবহৃত হচ্ছে সেগুলোর গুণগতমান দর্শন পূর্বক জেলা প্রশাসক নিজেও চক্ষু পরীক্ষা করান।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

চট্টগ্রামে স্বরাষ্ট্র উপদেষ্টার ‘গায়েবানা জানাজা’  
এবার ভারত সীমান্ত অভিমুখে লং মার্চের ডাক দিলেন পিনাকী  
চুয়াডাঙ্গায় বিনামূল্য চোখের ছানি অপারেশন ক্যাম্প
আমরা একটি সুস্থ জাতি দেখতে চাই: সেনাপ্রধান  
সংস্কারের আগে নির্বাচন নয় যারা বলেন তারা নির্বাচনকে ভয় পায়: আযম খান
সড়কের গাছ বিক্রির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, আটক-৩
নিত্যপণ্যের দাম সহনশীল রাখতে ১১ ফেব্রুয়ারি থেকে বিএনপির কর্মসূচি শুরু  
আওয়ামী সমর্থকদের সতর্ক করে যা বললেন চমক    
বেনজীরের বিতর্কিত বক্তব্যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিবাদ  
ডিআইজিসহ পুলিশের ৪ ঊধ্বর্তন কর্মকর্তা আটক  
শেখ হাসিনা তার পিতাকে দ্বিতীয়বারের মতো হত্যা করেছে : ড. খন্দকার মোশাররফ  
এখন সরকারের সমালোচনা করলে গুম হওয়ার ভয় নাই: রিজভী  
গাজীপুরে হামলার ঘটনায় ওসি প্রত্যাহার, ক্ষমা চাইলেন মহানগর পুলিশ কমিশনার  
মার্কিন নেত্রী রেবেকা ওয়াগনারের সঙ্গে জাইমা রহমানের বৈঠক  
গাজীপুরে ডিসি অফিসের সামনেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীকে গুলি  
পাসপোর্ট সূচকে চার ধাপ এগিয়েছে বাংলাদেশ  
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ভিডিও প্রযুক্তি, গতি বেশি হলেই মামলা  
সুপ্রিমকোর্টে নিরাপত্তা জোরদার  
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আ. লীগের নেতাসহ গ্রেপ্তার ২০  
ঐক্যবদ্ধভাবে কাজ করলে সম্প্রীতির বাংলাদেশ গড়ে উঠবে