জীবনকে সহজ করে মাইক্রোওয়েভ ওভেন

আমরা চলতি ভাষায় বলি, ওভেন। পুরো নাম মাইক্রোওয়েভ ওভেন। বাজারে তিন ধরনের ওভেন পাওয়া যায়, ‘সোলো’, ‘গ্রিল’ ও ‘কনভেকশন’। সোলো মাইক্রোওয়েভ ওভেনে খাবার গরম, সবজি সেদ্ধ, জমাটবাঁধা মাংসকে নরম হয়। এখন সবচেয়ে সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে। যদি কেউ খুব দ্রুত খাবার রান্না করতে চান, তাহলে ওভেনটি তাদের জন্য উপযোগী। অতিরিক্ত ফিচার অোছে, ভেতরে গ্রিল করার সুবিধা থাকায় গ্রিল মাইক্রোওয়েব ওভেন দিয়ে বিভিন্ন ধরনের সুস্বাদু ও মজাদার খাবার খুব সহজেই রান্না করা যায়। এই তথ্য অনেকের জানা।
কনভেকশন মাইক্রোওয়েব ওভেনে খুব সহজেই কেক ও পিৎজা বানানো যায়। ফলে আধুনিক মানুষের দারুণ পছন্দ হয়। রান্নাকে সহজ করতে এই ওভেনগুলোতে বিভিন্ন ধরনের ফিচার রয়েছে। অটো কুক, রিহিট, ডি ফ্রস্ট ফিচারগুলোর মাধ্যমে পাওয়ার সেটিং অপশন সেট করে কনভেকশন ওভেনটি চালানো যায়। অতিরিক্ত গরম না করে ঠিক তাপমাত্রায় রান্না শেষ করতে আরো আছে বিশেষ ‘কিপ ওয়ার্ম’ ফাংশন। যাদের অফিস শেষে বাসায় ফিরতে দেরি হয়, হাতে সময় থাকে না, তারা দ্রুত ওভেনটিতে সময় ধরে রান্না করতে পারেন। দীর্ঘসময় খাবার গরম থাকে বলে এর তুলনা নেই।
আপনার মাইক্রোওয়েভ ওভেনে যদি এনার্জি সেভ মোড অপশন থাকে, তবে ওভেনটিতে কম বিদ্যুৎ খরচ হবে। কিছু মাইক্রোওয়েভ ওভেনে সেন্সর কুকিং ফিচারও আছে। ফলে খাবার ও বাতাসের আদ্রতা কাংখিত তাপমাত্রার ভিত্তিতে খাবারের শক্তির স্তর ও রান্নার সময়ে সমন্বিত করে। গ্রিল’ মাইক্রোওয়েভ ওভেন বাজারে বহুল বিক্রিত পণ্য। আধুনিক নারী এমনকি পুরুষদেরও খুব পরিচিত। রেঁস্তোরায় মেলে হরদম।
হট ব্লাস্ট, সিরামিক ক্যাভিটি, ট্যান্ডর টেকেনোলজি ও অন্যান্য অনেক ফিচারের সমন্বয়ে আরেকটি মাইক্রোওয়েভ ওভেন আছে বাংলাদেশের বাজারে। এটি বিশ্বখ্যাত স্যামসাংয়ের। তারা আমাদের দেশেই পণ্যটি তৈরি করছেন। নাম ‘স্যামসাং মাইক্রোওয়েভ ওভেন’। ‘স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস’-এর এই মাইক্রোওয়েভ ওভেনগুলোর অনেক মডেল আছে, জানেন? স্যামসাং মাইক্রোওয়েভ ওভেনগুলো তাৎক্ষণিক ও সহজে সুস্বাদু খাবার রান্না করতে দারুণ। ব্যবহারকারী নারীদেরও খুব সাহায্য করে। অনেক সময় বাঁচায়। মেয়েরা এর বাটনগুলো চেপেই প্রি-প্রোগ্রামড আকারে মনের মতো রান্না করতে পারবেন।
২০ লিটার, ২৩ লিটার, ২৮ লিটার ও ৩৫ লিটার ভার্সনের ওভেনগুলো ৮ হাজার ৯শ টাকা থেকে ৪২ হাজার ৯শ টাকার মধ্যে কিনতে পারেন। বিস্তারিত জানতে, ব্যবহারকারীদের সুবিধার জন্য আছে স্যামসাংয়ের আউটলেটগুলো, ওয়েবসাইটে ভিজিট করতে পারেনwww.samsung.com/bd. যাদের কর্মব্যস্ত দিনের শেষে রাতে বাসায় ফিরতে হয়, রান্নার প্রয়োজনীয় সময় থাকে না তারা জীবনকে সহজ করতে ও ভালো রাখতে আস্থা স্যামসাংয়ের মাইক্রোওয়েভ ওভেন।
ওএস।
