খুশি হয়ে থাকুন ও পছন্দের পণ্যগুলো কিনুন হ্যাপি চার্টে
লেখা ও ছবি : আতোয়ার রহমান, প্রতিনিধি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
ময়মনসিংহের ত্রিশালের ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়’র চারজন ছাত্র, ছাত্রী মিলে একটি নতুন একটি ই-কমার্স সাইট চালু করেছেন। এই অনলাইন কেনা ও বেচার প্ল্যাটফমের নাম হ্যাপি চার্ট। গুগল করলে পাবেন-happychart.com নামে।
তরুণ এই ছাত্র ও উদ্যোক্তাদের তিনজন পড়েন ব্যবসায় প্রশাসন অনুষদের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগে। তারা হলেন-প্রতিষ্ঠাতা ও সিইও বা প্রধান নির্বাহি কর্মকর্তা-মোহাম্মদ সিয়াম হোসেন, সহ প্রতিষ্ঠাতা-হাসিবুর রহমান শান্ত ও জোনায়েদ আলম জোভান। তাদের সঙ্গী হয়েছেন অন্যতম প্রতিষ্ঠাতা একই বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের পপুলেশন সায়েন্স বা জনসংখ্যা অধ্যয়ন বিভাগের ছাত্রী সামিয়া জামান। তিনি বলেছেন, ‘বাড়িতে বসে যেন নারীরাও কেনাকাটা করতে পারেন, সেজন্য আমাদের অনলাইন কেনা, বেচার প্ল্যাটফর্মটি খুব সাহায্য করবে ময়মনসিংহের মেয়েদের। তরুণ ও যুবতীরা ব্যবহার করবেন বলে আমরা খুব আশাবাদী। সারা দেশেই ছড়িয়ে যাব।’
১০ মার্চ, বৃহস্পতিবার ত্রিশালের বাংলাদেশের জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে একটি উৎসবের মাধ্যমে হ্যাপিচার্ট.কমের উদ্বোধন করেছেন তাদের মানব সম্পদ বিভাগের সহকারী অধ্যাপক ও অন্যতম পরামর্শক মোহাম্মদ মিলন। তিনি ছিলেন দারুণ আয়োজনটির প্রধান অতিথি। বিশেষ অতিথি ছিলেন তার বিভাগের সহকারী অধ্যাপক রিমন সরকার। অতিথি ছিলেন বিভাগের প্রভাষক সাজন সাহা ও আতিকুর রহমান খান। শিক্ষকদের সবাই জানিয়েছেন শুভেচ্ছা।
হ্যাপি চার্টের শুরুতে শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথি মোহাম্মদ মিলন বলেছেন, ‘বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছাত্রীরা মিলে ই-কমার্সের একটি প্ল্যাটফর্ম তৈরি ও চালু করার ঘটনাটি বিরল। তাতে আমাদের বিশ্ববিদ্যালয়ের গর্ব হয়। আমিও খুব আনন্দিত। আমরা সবাই জানি, দিনকে দিন এই দেশে ই-কমার্সের মাধ্যমে নতুন ধরণের পণ্য কেনা ও বিক্রির চাহিদা প্রধানত তরুণদের মাধ্যমে বেড়ে চলেছে। আমরা সবাই আশা করব, ক্রেতাদের আস্থা ও বিশ্বাস অর্জনের দিকে সবার আগে নজর দেবে হ্যাপিচার্ট.কম। তারা অনলাইন ক্রেতাদের বিপুল চাহিদাও মেটাতে পারবে। আমরা তোমাদের ও সাইটটির সাফল্য কামনা করছি।’
তারা সবাই যেকোনো ধরণের সহযোগিতা করবেন বলে অশ্বাস দিয়েছেন।
ভবিষ্যতের পেশাটি এখনই শুরু করে দিয়েছেন বলে খুব খুশি ব্যবসা প্রশাসনের ছাত্র, ছাত্রীরা। হ্যাপি চার্টের সিইও সিয়াম বলেছেন, ‘আমরা গ্রাহকদের বিশ্বাসে বিশ্বাসী। তারা আমাদের কাছে অর্ডার দেবেন ও পণ্যগুলো পাওয়ার পর মূল্য পরিশোধ করবেন। ফলে ছাত্র, ছাত্রী হিসেবে তারা আমাদের কাজগুলোকে বিশ্বাস করবেন বলে মনে করছি।’
হ্যাপি চার্টের প্রতিষ্ঠাতা প্রধান কর্মীরা বলেছেন, “আমাদের শ্লোগান হলো-‘স্ট্রে হ্যাপি অ্যান্ড বাই হ্যাপি’। মানে, ‘খুশি হয়ে থাকুন ও কিনুন’। তাদের মুখে হাসি ফোটানোর জন্য অন্যান্য সাইটগুলোর মতো আমরাও দ্রুত ক্রেতাদের কাছ থেকে সংগ্রহ করা ভালো মানের, পছন্দসই পণ্যগুলো সরবরাহ করে যাব। এই প্রতিশ্রুতি দিতে পারি।”
তারা বলেছেন, প্রচলিত ধারণার বাইরে গিয়ে তারা ভিন্ন ধরণের সেবা কার্যক্রমও পরিচালনা করবেন। অনলাইন শপিং ময়মনসিংহের মানুষের মধ্যে দিয়ে যাবেন, তাদের সন্তুষ্ট করবেন উন্নত পণ্যে। ধীরে, ধীরে পরিচিত ও বন্ধুদের মাধ্যমে ছড়াবেন সারা দেশে। এরপরের গল্প পরে রচিত হবে।
শুরুতে তারা ইলেকট্রনিক্স পণ্যদ্রব্যসহ ভালো মানের পণ্য রাখছেন চার্টে। সেগুলোর ব্যাখ্যা ও বিস্তারিত আছে ওখানে। তাদের এই খোঁজার বিভাগটির নাম খুব সুন্দর-‘হ্যাপি ক্যাটাগরিজ’। আছে উপবিভাগও।
প্রি-অর্ডার নেওয়া পণ্যগুলো ডেলিভারি কার্যক্রমের মাধ্যমে প্রথম দিন থেকেই হ্যাপি চার্ট যাত্রা শুরু করেছে।
ওএস।