শত্রু পক্ষকে কাপঁন ধরাতে ভারতকে শক্তিশালী যুদ্ধবিমান দিচ্ছে ট্রাম্প(ভিডিও)
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
বিশ্ব রণাঙ্গণে পরিচিতি সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান এফ-৩৫। ছবি: সংগৃহীত
বিশ্ব রণাঙ্গণে পরিচিতি সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান হিসেবে। ছুটতে পারে শব্দের চেয়ে বেশি গতিতে। নির্ভুল লক্ষ্যে হামলা থেকে শুরু করে প্রতিরক্ষা; শত্রুপক্ষের কাছে যেন রীতিমতো আতঙ্ক।
বলছি, অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি মার্কিন যুদ্ধবিমান এফ-থার্টি ফাইভ এর কথা। যুক্তরাষ্ট্র ভারতকে এই ফাইটার জেট দেয়ার ঘোষণায় আবারও আলোচনার কেন্দ্রে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানটি।
ভারতীয় উপমহাদেশ এলাকায় এবং ভারত মহাসাগর লাগোয়া এলাকায় সবচেয়ে বড় অর্থনৈতিক এবং সামরিক শক্তি এখন চীন। বিশেষজ্ঞরা বলে থাকেন, আমেরিকার মসনদে যেই বসুক, বিশ্ব অর্থনীতি এবং ভূ-রাজনীতির রাশ হাতে রাখতে গেলে এই এলাকায় চীনকে ঠেকিয়ে রাখার জন্য শক্তিশালী খুঁটির দরকার হয় আমেরিকার।
নব্বইয়ের দশকের শুরু থেকে এই কাজের জন্য আরও বেশি করে ভারতের দিকে ঝুঁকেছে আমেরিকা। আর এই কাজে প্রতিরক্ষা খাতে কৌশলগত বোঝাপড়া প্রয়োজন। সম্প্রতি মোদীর আমেরিকা সফরে ট্রাম্পের তরফে ভারতকে এফ-৩৫ যুদ্ধবিমান দেওয়ার প্রস্তাব তারই অংশ বলে মনে করছে বিভিন্ন মহল।
এফ-৩৫ অত্যাধুনিক ফিফথ জেনারেশন স্টেলথ মাল্টিরোল ফাইটার জেট। এখনও পর্যন্ত লকহেড মার্টিনের তৈরি এই গোত্রের যুদ্ধবিমান এবং এর নানা ভ্যারিয়েন্ট শুধুমাত্র আমেরিকা এবং আমেরিকার সহযোগী (মূলত ন্যাটোর সদস্য) দেশগুলি ব্যবহার করেছে। এর বাইরে এখনও পর্যন্ত এই প্রযুক্তি ফাইটার জেট অন্য কোনও দেশের হাতে যায়নি। যদি ভারত শেষ পর্যন্ত এফ-৩৫ কেনে তাহলে ভারতই হবে প্রথম নন-ন্যাটো, নন-প্যাসিফিক দেশ যারা এই যুদ্ধবিমান হাতে পাবে। এখানেই লুকিয়ে রয়েছে গুরুত্বের বিষয়টি।
এক্ষেত্রে আরও একটি বিষয় আলোচনায় আসবে। ভারতের হাতে এখন অত্যাধুনিক যুদ্ধবিমান বলতে রয়েছে ফ্রান্সের রাফাল। রাফাল কেনার জন্য ভারতের সঙ্গে ফ্রান্সের চুক্তি হয়েছে। এমনকী এই বিমানের প্রযুক্তি হস্তান্তর নিয়েও চুক্তি হয়েছে।
অন্যদিকে ভারতের হাতে রয়েছে রাশিয়ার সুখোই ৩০।
দীর্ঘদিন ধরেই প্রতিরক্ষা সরঞ্জামের জোগানদার হিসেবে ভারত ভরসা করে রাশিয়াকে। সুখোইয়েরও একাধিক নতুন প্রযুক্তির যুদ্ধবিমান এসে গিয়েছে। এফ-৩৫-এর সমতুল্য বলে দাবি করে রাশিয়া এনেছে সুখোই ৫৭। ভারতের হাতে আরও আধুনিক সুখোই যুদ্ধবিমান তুলে দেওয়ার প্রস্তাবও রয়েছে।
এখনও পর্যন্ত শোনা যায়নি এফ-৩৫ দেওয়ার জন্য ট্রাম্প অন্য দেশ থেকে বিমান না কেনার কোনও শর্ত দিয়েছেন। অর্থাৎ যদি সত্যিই ভারত শেষ পর্যন্ত এফ-৩৫ কেনে। তাহলে ভারতের বিমান বাহিনীর হাতে আমেরিকা, ফ্রান্স ও রাশিয়ার- এই তিন দেশেরই অত্যাধুনিক যুদ্ধবিমান থাকবে।
এরই সঙ্গে তেজস নিয়ে কাজ করছে ভারত। সেক্ষেত্রে ভারতের বায়ুসেনার হাতে সর্বাধুনিক ফাইটার জেটের সমাহার দেখা যেতে পারে। সীমান্তের চারিদিকে প্রতিকূল পরিস্থিতি এবং ভারত মহাসাগরে আধিপত্য বজায় রাখতে সেগুলি কি তুরুপের তাস হবে?
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)