নরেন্দ্র মোদির উপস্থিতিতে বাংলাদেশ নিয়ে প্রশ্ন, যা বললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বাংলাদেশ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই এবং বিষয়টি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর ছেড়ে দেওয়া হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ভারতের গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ও মোদি বৈঠকের আগে আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। এ সময় এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, “বাংলাদেশ সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কী? কারণ, বাইডেন প্রশাসনের আমলে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশে সরকার পরিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট ছিল বলে অভিযোগ রয়েছে। এমনকি, মুহাম্মদ ইউনূসও জুনিয়র সরোসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এ বিষয়ে আপনার মতামত কী?”
এ প্রশ্নের জবাবে ট্রাম্প সাফ জানিয়ে দেন, বাংলাদেশে মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। তিনি বলেন, “এটি এমন একটি বিষয়, যা নিয়ে প্রধানমন্ত্রী মোদি দীর্ঘদিন ধরে কাজ করছেন। সত্যি বলতে, শত শত বছর ধরে এই বিষয়টি আলোচনার মধ্যে রয়েছে। আমি এ ব্যাপারে মোদির ওপরই দায়িত্ব ছেড়ে দিচ্ছি।”
বাংলাদেশে চলমান সংকট ও তথাকথিত মার্কিন ডিপ স্টেটের সম্পৃক্ততার বিষয়ে আরও একটি প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “বাংলাদেশের ঘটনাক্রমের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই। আমি বিষয়গুলো প্রধানমন্ত্রী মোদির ওপর ছেড়ে দিচ্ছি।”
এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প সব সময় নিজের দেশকে অগ্রাধিকার দেন, যা আমি প্রশংসনীয় মনে করি। আমিও একই নীতি অনুসরণ করি। এই জায়গায় আমাদের দৃষ্টিভঙ্গি মিল রয়েছে।”
ডোনাল্ড ট্রাম্পও মোদির ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “মোদি ভারতে অত্যন্ত ভালো কাজ করছেন, এবং আমাদের মধ্যে দারুণ বন্ধুত্ব রয়েছে। আমরা ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও সুসংহত করতে কাজ করে যাব।”
এছাড়া, বৈঠকে দুই নেতা বাণিজ্য চুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়েও আলোচনা করেন। ট্রাম্প ভারতের কাছে উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দেন এবং দুই নেতা দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির অঙ্গীকার করেন।
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)