পুতিন রাশিয়াকে ধ্বংস করছেন : ডোনাল্ড ট্রাম্প
পুতিন রাশিয়াকে ধ্বংস করছেন : ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তি না করে রাশিয়াকে ধ্বংস করছেন। সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, পুতিনের উচিত একটি শান্তিচুক্তি করা। তিনি মনে করেন, চুক্তি না করে পুতিন রাশিয়াকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন।
ট্রাম্প বলেন, রাশিয়া এখন বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে যাচ্ছে। এ মন্তব্যকে অনেকেই ব্যতিক্রমী মনে করছেন, কারণ অতীতে ট্রাম্প পুতিনের প্রতি প্রশংসাসূচক মন্তব্য করেছিলেন। তিনি জানান, পুতিনের সঙ্গে তার চমৎকার সম্পর্ক ছিল এবং আশা করছেন, পুতিন একটি চুক্তি করতে আগ্রহী হবেন। তবে তিনি উল্লেখ করেন, পুতিন যুদ্ধের ক্ষেত্রে ভালো অবস্থানে নেই এবং টিকে থাকার চেষ্টা করছেন।
ট্রাম্প আরও বলেন, অধিকাংশ মানুষ ভেবেছিল ইউক্রেন যুদ্ধ মাত্র এক সপ্তাহেই শেষ হয়ে যাবে। কিন্তু এখন প্রায় তিন বছর হয়ে গেছে। তার মতে, রাশিয়ার অর্থনীতি মুদ্রাস্ফীতিসহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছে।
এ ছাড়া ট্রাম্প জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি তাকে বলেছেন যে, তিনি যুদ্ধ শেষ করতে একটি শান্তিচুক্তি করতে চান। জেলেনস্কিকে সমর্থন জানিয়ে ট্রাম্প বলেন, জেলেনস্কির উদ্দেশ্য শান্তি স্থাপন করা। তিনি তার নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় ফিরে দ্রুত ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটাবেন। তার উপদেষ্টারা ইঙ্গিত দিয়েছেন, কিয়েভকে ছাড় দেওয়ার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় কাজ করার পরিকল্পনা রয়েছে। সূত্র: এএফপি