ট্রাম্পের শপথে শি জিনপিং আমন্ত্রিত, বাদ পড়লেন মোদি!
ছবি: সংগৃহীত
আগের মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বন্ধু বলে অভিহিত করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর মোদির দ্রুত অভিনন্দন জানানোও প্রমাণ করে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক। তবে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় মোদির নাম না থাকাটা অনেককেই বিস্মিত করেছে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার শপথ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছেন। যদিও শি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না, তা নিয়ে এখনো কোনো নিশ্চয়তা নেই। তবে চীন থেকে একজন ঊর্ধ্বতন প্রতিনিধি অনুষ্ঠানে যোগ দিতে পারেন বলে জানা গেছে।
এদিকে, শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন এবং ফ্রান্সের ডানপন্থী নেত্রী মেরিন লা পেন। তবে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই, এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছেন।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের আমন্ত্রণের তালিকায় এ ধরনের বাছাই কৌশলগত ইঙ্গিত বহন করে। শপথ অনুষ্ঠানে অতিথিদের উপস্থিতি বৈশ্বিক কূটনীতিতে নতুন দিক উন্মোচন করতে পারে।