শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ | ২৬ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

লস অ্যাঞ্জেলেসের দাবানল: জো বাইডেনের সমালোচনা করে চটেছেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানল নিয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া ভাষায় সমালোচনা করেছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের। তিনি দাবি করেছেন, দাবানল নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটিক প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ।

ট্রাম্প গভর্নর নিউসমের বিরুদ্ধে পানি অপচয়ের অভিযোগ তুলে বলেছেন, তার অব্যবস্থাপনার কারণেই এই বিপর্যয়। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেন, "গ্যাভিন নিউসমের পদত্যাগ করা উচিত। এই দাবানল তার ব্যর্থতার প্রতীক।"

এদিকে, দাবানলে প্রাণহানি বেড়ে পাঁচজনে পৌঁছেছে এবং প্রায় দুই হাজার অবকাঠামো ধ্বংস হয়েছে। এর মধ্যে শতকোটি ডলারের বাড়িও রয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত ৩ লাখ ১১ হাজার বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান। আবহাওয়াবিষয়ক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট অ্যাকুওয়েদারের হিসাব অনুযায়ী, আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৫০ বিলিয়ন ডলার।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের প্রস্তুতির অভাব এবং কার্যকর পদক্ষেপ না নেওয়ার জন্য অসন্তোষ প্রকাশ করেছেন। তারা দাবানল মোকাবিলায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর গাফিলতির কারণে ক্ষয়ক্ষতির মাত্রা আরও বেড়েছে।

Header Ad
Header Ad

মাইনাস টু'র আশা জীবনেও পূরণ হবে না: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে কেউ যদি মাইনাস-টু’র কথা বলে এটা তাদের সমস্যা, উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ওই আশা জীবনেও পূরণ হবে না।

শুক্রবার (১০ জানুয়ারি) যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা বিএনপিসহ অঙ্গ সংগঠনের কয়েকজন নেতাদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

ম্যাডাম যাওয়ার পরে মাইনাস টু এর কথা সামনে আসছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ যদি মনে মনে মন গড়া কথা বলেন সেটা তাদের সমস্যা। বাংলাদেশ আজকে যেখানে দাঁড়িয়ে আছে, বাংলাদেশের জনপ্রিয় দল জাতীয়তা বাদী দল আজকে যেখানে দাঁড়িয়ে আছে, সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমানের অপেক্ষায় চেয়ে থাকবে বাংলাদেশ। এখন মাইনাস টু এর কথা যারা বলে, অনেকে বলে না 'উইশ ফুল থিং কিং' আশা আর কি। ওই আশা জীবনে পূরণ হবে না। ওইটা এরশাদ পারে নাই। ওইটা ওয়ান ইলেভেন (এক এগার) পারে নাই। আর এখন তো তার চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। সুতরাং ওই সমস্ত মনগড়া কথা বলা আর তার উত্তর দেয়ারও আমি প্রয়োজনীয়তা বোধ করি না।

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরা বিএনপির নেতাকর্মীদের কথা উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তাদের স্বাগত জানানোর মূল কারণ হচ্ছে এই লোকগুলো বিগত ১৬ বছর যুক্তরাষ্ট্রের থেকে ফ্যাসিস্ট বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলনে সোচ্চার ছিল। তারা হোয়াইট হাউজের সামনে, ক্যাপিটাল হিলে, ওয়ার্ল্ড ব্যাংকের সামনে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে লড়েছেন। দেশে এদের সকলের আত্মীয়-স্বজনসহ সবার নামে মামলা আছে। এদের পরিবারের বিরুদ্ধে মামলা আছে। এদের অনেকে ব্যবসা হারিয়েছে, চাকরি হারিয়েছে। এদের পরিবারের অনেক লোক জীবনও দিয়েছে।

তিনি বলেন, আমরা আন্দোলনের কথা বলিতো, আন্দোলন একদিনে হয়নি। এই আন্দোলন গত ১৫-১৬ বছরের কত লোকের যে ত্যাগ স্বীকার সেটা অনেকে ভুলে যায়। আমরা শুধু রিসেন্ট আন্দোলনের কথা বলি তো। গত ১৫-১৬ বছর এই লোকগুলো কিন্তু আন্দোলনের বড় একটা অংশ। এদেরকে বাদ দিয়ে কোন আন্দোলন হয়নি। এরা যুক্তরাষ্ট্রের সরকারের ওপর চাপ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র সরকারের আইন প্রণেতাদের ওপর, কংগ্রেস ম্যান, সিনেটরদের ওপর চাপ সৃষ্টি করেছে। বিভিন্ন সংস্থাগুলোর উপর চাপ সৃষ্টি করেছে। তার ফলশ্রুতিতে বাংলাদেশ এদের পরিবারের উপর অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। কিন্তু এরা সেখানে থেমে থাকেনি। গত ১৫-১৬ বছর তারা দেশে আসতে পারেনি। তাদের আত্মীয়-স্বজনকে দেখতে পারেনি। তাদের পরিবারকে দেখতে পারেনি। আজ এত বছর পরে এই লোকগুলো দেশে ফিরতে সক্ষম হয়েছে।

Header Ad
Header Ad

রাফির বিরুদ্ধে ৩২ কোটি টাকা লেনদেনের সত্যতা মেলেনি

সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। ছবি: সংগৃহীত

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির বিরুদ্ধে ৩২ কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ তুলে সংবাদ প্রচার করে একটি অনলাইন সংবাদমাধ্যম।

গত বুধবার (৮ জানুয়ারি) এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হলে মুর্হুতেই আলোড়ন সৃষ্টি হয়। প্রতিবেদনটি প্রকাশের পর, রাফি নিজে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে সরাসরি অবস্থান তুলে ধরেছেন।

এছাড়াও রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, খান তালাত মাহমুদ রাফি ও তার মায়ের বিকাশ অ্যাকাউন্টে গত বছরের আগস্ট থেকে অক্টোবরের মধ্যে অস্বাভাবিক লেনদেনের যে দাবি তোলা হয়েছে তা সঠিক নয় বরং উল্লিখিত সময়ের মধ্যে রাফির অ্যাকাউন্টে ৩২ হাজার ৬০২ টাকার লেনদেন হয় এবং তার মায়ের নামের অ্যাকাউন্টে কোনো লেনদেনই হয়নি।

এ বিষয়ে অনুসন্ধানে ২০২৪ সালের ২৪ অক্টোবর ‘বাংলাদেশ আর্কাইভ – Bangladesh Archive’ নামে এক ফেসবুক পেজে একই দাবি সম্বলিত একটি পোস্টের সন্ধান পায় রিউমর স্ক্যানার। এই পোস্ট এবং অনলাইনে প্রচারিত প্রতিবেদনে উল্লিখিত রাফির বিকাশের লেনদেনের তথ্যগুলোয় সাদৃশ্য পাওয়া যায়।

অথাৎ, সংবাদমাধ্যমে সহ-সমন্বয়ক রাফির কথিত বিকাশ লেনদেনের বিষয়ে সম্প্রতি যে দাবি প্রচার করেছে তা অন্তত দুই মাস পূর্বেই কতিপয় ফেসবুক পোস্টে পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ আর্কাইভ পেজটির এ সংক্রান্ত পোস্টের কমেন্টে The Bengal Telegram নামে একটি পত্রিকার প্রিন্ট সংস্করণ সদৃশ পাতার স্ক্রিনশট যুক্ত করে দেওয়া হয়েছে। রিউমর স্ক্যানার কিওয়ার্ড সার্চ করে এই নামে কোনো পত্রিকার অস্তিত্ব পায়নি।

অভিযোগের প্রেক্ষিতে সেদিন সন্ধ্যায় ফেসবুকে একটি ভিডিও বার্তায় তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।

রাফি বলেন, ‘এ ধরনের অভিযোগে আমি অত্যন্ত হতাশ। আমি সবসময় আন্দোলনের মূল নীতির প্রতি বিশ্বস্ত ছিলাম এবং আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা নিছক একটি ষড়যন্ত্রের অংশ।’

ভিডিও বার্তায় রাফি আরও বলেন, প্রতিটি অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং ষড়যন্ত্রকারীদের শাস্তি নিশ্চিত করা উচিত। তিনি এই ঘটনায় তদন্তের জন্য সরকারের প্রতি দাবি জানান।

বিকাশের ওয়েবসাইটে দেওয়া শর্ত অনুযায়ী, একজন বিকাশ একাউন্ট হোল্ডার যে কোন মুহূর্তে তার একাউন্টে সর্বোচ্চ ৩ লক্ষ টাকা রাখতে পারবেন। একজন বিকাশ গ্রাহক তার বিকাশ একাউন্ট থেকে প্রতিদিন সর্বোচ্চ ২৫ হাজার টাকা এবং প্রতি মাসে সর্বোচ্চ ১ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত টাকা তুলতে পারবেন (এজেন্ট এবং এটিএম থেকে সম্মিলিতভাবে)। অথচ, দাবি করা হচ্ছে, আগস্ট ও সেপ্টেম্বর এই দুই মাসে রাফি ও তার মায়ের অ্যাকাউন্টে লেনদেন হয়েছে যথাক্রমে ৬১ লাখ ও ৩১ লাখ টাকার বেশি যা এই শর্তবিরোধী। কারণ একটি অ্যাকাউন্ট থেকে দুই মাসে সর্বোচ্চ ৩ লক্ষ টাকা তোলা যায়।

পরবর্তী অনুসন্ধানে রিউমর স্ক্যানার রাফি ও তার মায়ের বিকাশ অ্যাকাউন্টে উল্লিখিত সময়ের লেনদেনের ইতিহাস খুঁজে বের করেছে। রাফির বিকাশ অ্যাকাউন্টের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ১ আগস্ট তার বিকাশ অ্যাকাউন্টে (০১৯৯৫৮৮৭১**) জমা ছিল ২ হাজার ৪ টাকা ২৪ পয়সা। ১ আগস্ট থেকে ১ অক্টোবর পর্যন্ত তার অ্যাকাউন্টে লেনদেন হয়েছে ৩২ হাজার ৬০২ টাকা। ১ অক্টোবর তার অ্যাকাউন্টে জমা ছিল ৯ হাজার ৭ টাকা। ২ অক্টোবর থেকে ৭ জানুয়ারি সকাল পর্যন্ত তার অ্যাকাউন্টে লেনদেন হয়েছে ১ লক্ষ ৩৮ হাজার ১৪৩ টাকা। সে সময় তার অ্যাকাউন্টে জমা ছিল ১৭৮ টাকা ২৫ পয়সা। রাফি অনলাইন প্লাটফর্ম ফেস দ্য পিপলের একটি লাইভ অনুষ্ঠানেও গতকাল (০৮ জানুয়ারি) তার অ্যাকাউন্টের সর্বশেষ স্থিতির বিষয়ে একই তথ্য দিয়েছেন।

রাফির মায়ের মোবাইল নম্বর দিয়ে খোলা অপর বিকাশ অ্যাকাউন্টে (০১৭০৯১৯৭৩**) ২০২৪ সালের ১ জুলাই থেকে গত ৭ জানুয়ারি পর্যন্ত লেনদেন হয়েছে মাত্র ২০ টাকা (২৫ অক্টোবর এই ২০ টাকা লেনদেন হয়)। অ্যাকাউন্টটিতে সর্বশেষ জমা আছে ২৩৮ টাকা ৬১ পয়সা।

Header Ad
Header Ad

বগুড়ার আদমদীঘিতে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে প্রাণ গেল চোরের (ভিডিও)

ছবি: সংগৃহীত

বগুড়ার আদমদীঘি উপজেলার জিনইর গ্রামে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহভাজন অপর এক চোরকে আটক করেছে।

মৃত ব্যক্তির নাম আব্দুর রহমান (৪২), তিনি উপজেলার ডালম্বা গ্রামের মৃত ওসমান আলীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি জিনইর গ্রামে তার শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করছিলেন। আটক ব্যক্তির নাম রতন ইসলাম, তিনি জিনইর গ্রামের দুলাল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে জিনইর গ্রামের পূর্ব মাঠে একটি অগভীর নলকূপের পাশে বিদ্যুতের পিলারের ওপর মৃত অবস্থায় আব্দুর রহমানকে ঝুলতে দেখে স্থানীয়রা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে এবং মৃত ব্যক্তির কোমরে বিদ্যুৎ সংক্রান্ত যন্ত্রপাতি দেখতে পায়।

পুলিশের ধারণা, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বৈদ্যুৎস্পর্শে তার মৃত্যু হয়েছে। এ সময় পুলিশ সন্দেহভাজন রতন ইসলামকে আটক করে এবং তার বাড়ি থেকে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও মালামাল উদ্ধার করে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, "মৃত আব্দুর রহমানের কোমরে বৈদ্যুতিক কাজের যন্ত্রপাতি পাওয়া গেছে, যা ট্রান্সফরমার চুরি করার সময় ব্যবহার করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, তিনি পিলারে উঠে ট্রান্সফরমার খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মারা গেছেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রস্তুত করা হচ্ছে।"

এ ঘটনায় নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

মাইনাস টু'র আশা জীবনেও পূরণ হবে না: আমীর খসরু
রাফির বিরুদ্ধে ৩২ কোটি টাকা লেনদেনের সত্যতা মেলেনি
বগুড়ার আদমদীঘিতে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে প্রাণ গেল চোরের (ভিডিও)
বেড়েছে সিগারেটের দাম, অভ্যাস ছাড়বেন যেভাবে
ট্রাম্পের অভিষেকে যাচ্ছেন না চীনের প্রেসিডেন্ট শি জিন পিং
মাজার, কাওয়ালি গানের ওপর হামলা সহ্য করা হবে না: ফারুকী
বেঙ্গলে দুই দিনের সংগীতানুষ্ঠান: শীতের সন্ধ্যায় রবীন্দ্রসংগীতের সুরধারা
মেজাজ হারিয়ে শাস্তি পেলেন তামিম ইকবাল
দুর্নীতির শঙ্কায় মাল্টার নাগরিকত্ব পাননি টিউলিপের চাচি
ক্যালিফোর্নিয়ার দাবানল নেভাতে নামানো হলো কারাবন্দিদের
শীতে কাঁপছে চুয়াডাঙ্গা
সাবেক ওসি শাহ আলমকে গ্রেফতারে সারাদেশে রেড অ্যালার্ট জারি, ধরতে চলছে যৌথ অভিযান
লস অ্যাঞ্জেলেসের দাবানল: জো বাইডেনের সমালোচনা করে চটেছেন ট্রাম্প
দেশে পাঁচজনের শরীরে নতুন ভাইরাস শনাক্ত
জিজ্ঞাসাবাদ শেষে অভিনেত্রী নিপুণকে ছেড়ে দিল পুলিশ
নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে ভিডিও ধারণ, যুবক আটক
বিমানবন্দরে নায়িকা নিপুণ আটক, লন্ডন যাত্রা বাতিল
কাতারের আমিরের উদ্দেশে ফেসবুকে তারেক রহমানের বার্তা
টিউলিপকে মন্ত্রিত্ব থেকে সরানোর চিন্তা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
ইসরায়েলি হামলায় ৯ দিনে ৪৯০ ফিলিস্তিনি নিহত