যুক্তরাষ্ট্রে ভবনের ওপর বিমান বিধ্বস্ত, নিহত ২ (ভিডিও)
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বাণিজ্যিক ভবনের ওপর ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। বিমানটি স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে ফুলারটন মিউনিসিপ্যাল বিমানবন্দরের কাছে দুর্ঘটনায় পতিত হয়।
ফুলারটন পুলিশ জানিয়েছে, নিহত দুইজনের পরিচয় নিশ্চিত করা গেছে। আহত ১৮ জনের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর বাকি আটজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তদন্তকারীরা এখনো নিশ্চিত করতে পারেননি কীভাবে বিমানটি ভবনের ওপর বিধ্বস্ত হলো এবং নিহতরা বিমানের আরোহী ছিলেন কি না। স্থানীয় টেলিভিশনের ফুটেজে দেখা যায়, ভবনের ছাদে একটি বিশাল গর্ত তৈরি হয়েছে এবং ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী জেরোমি ক্রুজ জানান, “আমরা একটি বিকট শব্দ শুনি, এরপর সবাই আতঙ্কে দৌড়ে বের হয়ে যাই।”
A small single engine plane (N8757R) crashed into the roof of a warehouse near Fullerton Municipal Airport, US. pic.twitter.com/7dTdrE6p2Y
— Resistance War News (ResistanceWar1) January 3, 2025
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল এক ইঞ্জিনের ভেন’স আরভি-১০, যা ছোট আকৃতির এবং চারজন ধারণক্ষম।
উল্লেখ্য, গত নভেম্বরে একই বিমানবন্দরে অন্য একটি দুর্ঘটনায় দুজন আহত হয়েছিলেন।