অবৈধ অভিবাসী বিতাড়নে টম হোমানকে নিয়োগ দিলেন ট্রাম্প
অবৈধ অভিবাসী বিতাড়নে টম হোমানকে নিয়োগ দিলেন ট্রাম্প। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অবৈধ অভিবাসীদের বিতাড়নে কঠোর পদক্ষেপ নিচ্ছেন। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ট্রাম্প ঘোষণা করেছিলেন, তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে “সবচেয়ে বড় নির্বাসন অভিযান” চালাবেন। সেই পরিকল্পনার অংশ হিসেবে অভিবাসন নিয়ন্ত্রণে অভিজ্ঞ সাবেক আইসিই পরিচালক ও সীমান্ত নিয়ন্ত্রণ কর্মকর্তা টম হোমানকে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
রবিবার (১০ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দিয়ে ট্রাম্প লেখেন, “আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে আইসিইর সাবেক পরিচালক এবং সীমান্ত নিয়ন্ত্রণে অত্যন্ত দক্ষ ব্যক্তি টম হোমান ট্রাম্প প্রশাসনে যোগ দিচ্ছেন এবং জাতীয় সীমান্ত রক্ষার দায়িত্ব নিচ্ছেন।”
তিনি আরও লেখেন, “টম হোমানকে আমি দীর্ঘদিন ধরে চিনি। আমাদের সীমান্তে পুলিশিং এবং নিয়ন্ত্রণ কার্যক্রমে তার দক্ষতার কোনো তুলনা নেই। অবৈধ অভিবাসীদের তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কাজটি তিনি দারুণভাবে সম্পন্ন করবেন।”
বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প প্রশাসনে নিয়োগ পেয়ে হোমান যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ অভিবাসীদের ব্যাপক হারে নির্বাসনে কার্যকর ভূমিকা পালন করবেন। ট্রাম্পের নির্বাচনী প্রচারণাতেও অভিবাসন বিরোধী অবস্থানের বারবার প্রকাশ পাওয়া গেছে। প্রচারাভিযানে তিনি বারবার বলেছেন যে, যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের জায়গা নেই।
ট্রাম্পের রানিংমেট জে ডি ভ্যান্সের মতে, প্রতিবছর যুক্তরাষ্ট্র থেকে ১০ লাখ অবৈধ অভিবাসীকে বের করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। নির্বাচনী প্রচারকালে ট্রাম্প অবৈধ অভিবাসীদের “রক্তপিপাসু” হিসেবে অভিহিত করে এবং হাইতিয়ান অভিবাসীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ তোলেন। ওহিওর স্প্রিংফিল্ডে তিনি দাবি করেন, এসব অভিবাসীরা জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ এবং কিছু হাইতিয়ান অভিবাসী পোষা প্রাণী খাওয়ার মতো কাজের সঙ্গে জড়িত।
ট্রাম্পের এই কড়া অবস্থান ও টম হোমানের নিয়োগ অভিবাসন ইস্যুতে যুক্তরাষ্ট্রে বড় ধরনের পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছে।