রিপাবলিকান পার্টির 'নতুন তারকা' ইলন মাস্ক: ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক। ছবি: সংগৃহীত
প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ককে রিপাবলিকান পার্টির 'নতুন তারকা' হিসেবে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে বক্তব্য রাখার সময় এ মন্তব্য করেন তিনি।
ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে নির্বাচনী প্রচারণায় দেশটির ধনকুবেররা ছিলেন মরিয়া। ইলন মাস্ক শুরু থেকেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ছিলেন। তার এমন সমর্থনের প্রতিদান দিতে ভোলেননি সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্ককে রিপাবলিকান পার্টির "নতুন তারকা" হিসাবে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমার প্রচারের প্রধান একটি অংশ হয়ে উঠেছেন এক্স মালিক এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। তার এই সমর্থনের জন্য তার প্রতি কৃতজ্ঞ। এছাড়াও ট্রাম্প তাকে এক "বিস্ময়কর" মানুষ হিসাবে উল্লেখ করেছেন।
এর আগে তিনি এটিকে একটি দুর্দান্ত বিজয় বলে মন্তব্য করেছেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, এটি আমেরিকান জনগণের জন্য একটি দুর্দান্ত বিজয়। এটি হবে আমেরিকার স্বর্ণযুগ। যা আমাদের আমেরিকাকে আবার মহান করতে সহায়তা করবে।