৪৮ বছর কারাভোগের পর নির্দোষ প্রমাণিত
ছবি: সংগৃহীত
দীর্ঘ ৪৮ বছর কারাভোগের পর নির্দোষ প্রমাণিত হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি। তার নাম গ্লিন সিমন্স। ১৯৭৪ সালে একটি হত্যা মামলায় গ্রেফতার করা হয়।
স্থানীয় সময় মঙ্গলবার ওকলাহোমার একটি আদালত তাকে নির্দোষ ঘোষণার পর খালাসের আদেশ দেন।
গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ১৯৭৪ সালে একটি হত্যা মামলায় গ্লিন সিমন্স নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, ওই বছর ওকলাহোমা শহরের উপকণ্ঠে একটি মদের দোকানে ডাকাতির সময় তিনি এবং তার সহযোগী ডন রবার্টস মিলে এক নারীকে হত্যা করেন। এই মামলার রায়ে প্রথমে সিমন্সকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে মার্কিন সুপ্রিম কোর্ট সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
সিমন্স ৪৮ বছর ১ মাস ১৮ দিন কারাভোগ করেছেন। তিনিই এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘদিন কারাভোগ করা নির্দোষ ব্যক্তি।
মামলার শুরু থেকেই সিমন্স বলে আসছিলেন, ওই হত্যাকাণ্ডের সময় তিনি নিজ রাজ্য লুইজিয়ানায় ছিলেন। কিন্তু এই দাবি এতদিন তিনি প্রমাণ করতে পারছিলেন না। অবশেষে চলতি বছরের জুলাই মাসে একটি জেলা আদালত সিমন্সের সাজা বাতিল করেন।
ওকলাহোমা কাউন্টির বিচারক পালুম্বো তার রায়ে বলেছেন, “এই আদালত সুস্পষ্ট এবং বিশ্বাসযোগ্য প্রমাণের মাধ্যমে খুঁজে পেয়েছে যে, সিমন্সকে যে অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল, সাজা দেওয়া হয়েছিল এবং কারাদণ্ড দেওয়া হয়েছিল... তা তিনি করেননি।”
বিনা দোষে সাজা ভোগের কারণে সরকার সিমন্সকে ১ লাখ ৭৫ হাজার ডলার ক্ষতিপূরণ দিতে পারে। সূত্র: বিবিসি