ব্রিটিশ লেখক সালমান রুশদির উপর হামলা

‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর রচয়িতা ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদির উপর হামলা হয়েছে।
সংবাদমাধ্যম বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে এক মঞ্চে বক্তব্য দেওয়ার সময় তার উপর এ হামলা হয়।
মুসলিম বিশ্বের অনেকেই সালমান রুশদির উপন্যাস ‘স্যাটানিক ভার্সেস’কে ধর্মদ্রোহী বলে মনে করেন। এই উপন্যাস প্রকাশের পর বছরের পর বছর ধরে তিনি হত্যার হুমকি পেয়ে আসছেন।
সংবাদে বলা হয়, চৌতাকুয়া ইনস্টিটিউশনের এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন সাবেক এই বুকার পুরস্কার বিজয়ী। এ সময় তারা এক ব্যক্তিকে মঞ্চে দৌড়াতে দেখেছেন এবং ওই ব্যক্তি রুশদির সঙ্গে পরিচিত হওয়ার ছলে ঘুষি বা ছুরিকাঘাত করেছিলেন। পুলিশ ছুরিকাঘাতের বিষয়টি নিশ্চিত করেছে।
ঘটনাস্থলে থাকা লোকজন হামলাকারীকে আটক করেছে বলে জানা গেছে। তবে রুশদির অবস্থা বর্তমানে জানা যায়নি।
এমএমএ/
