এবার পশ্চিমবঙ্গে গোলাগুলিতে নিহত ২ বিএসএফ সদস্য
পাঞ্জাবের অমৃতসরের পর এবার গুলি চলল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জলঙ্গির কাকমারি বিএসএফ ক্যাম্পে। আর এতে নিহত হলেন দুই বিএসএফ সদস্য। সোমবার (৭ মার্চ) কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এ খবর জানিয়েছে।
ধারণা করা হচ্ছে, ওই দুই সেনা সদস্য তর্কে জড়িয়ে পড়েছিলেন। তার জেরেই একে অপরকে গুলি করেন। তারা বিএসএফের ১১৭ নম্বর ব্যাটালিয়নের সদস্য।
বিএসএফ সূত্রে জানা গেছে, ওই দুই সেনা সদস্য কোনো কারণে নিজেদের মধ্যে বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এরপর তারা একে অপরকে লক্ষ্য করে গুলি করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। বিএসএফ ক্যাম্পের ভেতরে গুলি চলার ঘটনায় চাঞ্চল্য তৈরি হয় কাকমারি বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায়। এখনো পর্যন্ত ওই দুই বিএসএফ সদস্যের নাম-পরিচয় জানা যায়নি। কী কারণে এমন ঘটনা ঘটল, সেটাও স্পষ্ট নয়।
দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গেছে। সামগ্রিকভাবে ঘটনার তদন্তও শুরু হয়েছে।
এর আগে রবিবার (৬ মার্চ) সকালে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবের অমৃতসরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পাঁচ জওয়ান নিজেদের মধ্যে গোলাগুলিতে নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অভিযুক্ত হামলাকারীও রয়েছেন। তিনিই পথমে গুলি চালিয়ে চার জওয়ানকে হত্যা করেছিলেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এসএ/