এক নজরে রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের সর্বশেষ অবস্থা
যুদ্ধবিরতি চললেও থেমে থেমে স্বল্প পরিসরে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া।
ঢাকাপ্রকাশ এ বিষয়ে সর্বশেষ অবস্থা জানাতে প্রতিমুহুর্তে আন্তর্জাতিক গণমাধ্যম গুলোতে নজর রাখছে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা'র রবিবারের (৭ মার্চ) তথ্য প্রতিবেদনের আলোকে সর্বশেষ অবস্থার একটি সারসংক্ষেপ নিচে তুলে ধরা হল।
*ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আটটি রকেট হামলায় ভিন্নিতসিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুরোপুরি ধ্বংস হয়েছে।
*মারিউপোল থেকে আনুমানিক ২ লাখ লোককে সরিয়ে নেওয়ার দ্বিতীয় প্রচেষ্টা চলমান যুদ্ধে থেমে গেছে।
*রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভে সাড়ে তিন হাজারেরও বেশি মানুষকে আটক করা হয়েছে।
*রেড ক্রস বলছে মারিউপোলের পরিস্থিতি অত্যন্ত "ভয়াবহ"।
*মাস্টারকার্ড, ভিসা এবং আমেরিকান এক্সপ্রেস রাশিয়ায় কার্যক্রম স্থগিত করার ঘোষণা দিয়েছে।
*ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন প্রতিপক্ষকে বলেছেন যে তার দেশে যুদ্ধবিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দরকার এবং ইউক্রেনের উপর নো-ফ্লাই জোন বাস্তবায়নে ন্যাটোর অস্বীকৃতি "দুর্বলতার লক্ষণ"।
*ইউক্রেন যুদ্ধের "গুরুতর" বৈশ্বিক অর্থনৈতিক প্রভাব যদি সংঘাত বাড়তে থাকে তবে "আরও বিধ্বংসী" হবে বলে সতর্ক বার্তা দিয়েছে আইএমএফ।
/এএস