শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫ | ১৮ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

অলিম্পিক বয়কট তেমন কোনো গুরুত্ব বহন করে না: ইমানুয়েল মাখোঁ

বেইজিং এ ২০২২ সলে অনুষ্ঠিত হতে যাওয়া শীতকালীন অলিম্পিক বয়কটের কোন সিন্ধান্ত ফান্সের নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। এধরণের পদক্ষেপ তেমন কোন গুরুত্ব বহন করে না বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে,চীনের মানবাধিকার লঙ্ঘনের রেকর্ড বিবেচনা করে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়া শীতকালীন অলিম্পিকে তাদের প্রতিনিধি পাঠাচ্ছে না।

চীনের বিরুদ্ধে ইউঘুর মুসলিম ও অন্যান ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিরুদ্ধে নির্যাতন নিপীড়নের অভিযোগ রয়েছে। এছাড়া হংকং এর রাজনৈতিক স্বাধীনতায় চীনের হস্তাক্ষেপ এবং অতিসম্প্রতি চীনের এক টেনিস খেলোয়াড় দেশটির শীর্ষ এক কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনার পর থেকে তাকে গত কয়েক সপ্তাহ আর জনসম্মুখে দেখা যাচ্ছে না। চীনের অভ্যন্তরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর প্রেক্ষিতে বিশ্বের অনেক দেশই শীতকালীন অলিম্পিকে যোগ দেয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে. শীতকালীন অলিম্পিকে যোগ না দেয়ার ঘোষণা দেওয়া দেশগুলোকে উদ্দেশ্য করে চীন জানিয়েছে, ভুলের জন্য তাদেরকে মাশুল গুনতে হবে।

অন্যদিকে, শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিক আন্তোনিও গুতেরেস। চীন তাকে আমন্ত্রন পত্র পাঠিয়েছে এবং তিনি সেটা গ্রহণও করেছেন বলে জানিয়েছেন।

কেএফ/

Header Ad
Header Ad

রংপুরে ঘন কুয়াশায় ৬ গাড়ির সংঘর্ষ, আহত ২৫

ছবি: সংগৃহীত

রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুরের গড়ের মাথা মোড়ে ঘন কুয়াশার কারণে ৬টি যানবাহনের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে দুটি যাত্রীবাহী বাস, একটি ট্রাক, একটি পিকআপ ও একটি কাভার্ডভ্যান ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় সূত্র ও হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঘন কুয়াশার কারণে যানবাহনগুলোর চালকরা দৃষ্টিসীমা হারিয়ে ফেলেন এবং একের পর এক সংঘর্ষ ঘটে। এতে কয়েকটি বাসের সামনের গ্লাস ভেঙে যায় এবং বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বড়দরগা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তিনি আরও বলেন, মহাসড়কের বিভিন্ন স্থানে ঘন কুয়াশার কারণে ছোট ছোট দুর্ঘটনা ঘটছে। এ অবস্থায় চালকদের হেডলাইট জ্বালিয়ে ধীরে এবং সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।

Header Ad
Header Ad

ক্রিকেটার এনামুল হক বিজয়ের দেশত‍্যাগে নিষেধাজ্ঞা

ক্রিকেটার এনামুল হক বিজয়। ছবি: সংগৃহীত

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) বিতর্ক  যেনও পিছু ছাড়ছেনা। এবার এনামুল হক বিজয়কে ঘিরে স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। তাই আপাতত তাকে দেশত‍্যাগের অনুমতি না দেওয়ার বিষয়টি ইমিগ্রেশনকে জানানো হয়েছে।

এবারের বিপিএলে শুরু থেকেই স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। অভিযোগ এখনো প্রমাণিত না হলেও বিসিবির দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে দুর্বার রাজশাহীর ক্রিকেটার এনামুল হককে যেন দেশ ছাড়তে না দেওয়া হয়।
এ ব‍্যাপারে সংশ্লিষ্ট বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে ‘মিস্টার এনামুল হকের ব‍্যাপারে ইমিগ্রেশন বিভাগকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। সে মতে ব‍্যবস্থা গ্রহণও করা হয়েছে।

 দুর্বার রাজশাহীর ক্রিকেটার এনামুল হক বিজয়। ছবি: সংগৃহীত

এ ব‍্যবস্থা অবশ‍্য আপৎকালীন। দুর্নীতি দমন বিভাগের তদন্তে দোষী প্রমাণিত না হলে এনামুলের দেশত‍্যাগের ওপর সতর্কতা তুলে নেওয়া হবে।

উল্লেখ্য, মৌসুমের শুরুতে দুর্বার রাজশাহীর অধিনায়ক ছিলেন এনামুল। পরে তাকে সরিয়ে তাসকিন আহমেদকে অধিনায়ক ঘোষণা করে রাজশাহী।

এনামুল একা নন, রাজশাহীর একাধিক ক্রিকেটারকে ঘিরে স্পট ফিক্সিংয়ের অভিযোগ আছে। আবার রাজশাহী ছাড়া আরো অন্তত তিনটি দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ওপর নজরদারি করছে দুর্নীতি দমন বিভাগ।

 

 

Header Ad
Header Ad

গান গাইতে গাইতেই মঞ্চে লুটিয়ে পড়েন সাবিনা ইয়াসমিন

কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। ছবি: সংগৃহীত

বিনোদন জগতের সংগীতের জীবন্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন দীর্ঘদিন পর গানে ফিরেছেন। গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকব’ অনুষ্ঠানে তিনি গান পরিবেশন করেন।

এ সময় গান গাইতে গাইতেই মঞ্চে লুটিয়ে পড়লেন এ সংগীতশিল্পী। তিনি অসুস্থ হয়ে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন আরেক সংগীতশিল্পী দিঠি আনোয়ার। অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছেন, দীর্ঘ প্রায় এক বছর পর মঞ্চে উঠেছিলেন তিনি। একই মঞ্চে শনিবারও তার গান পরিবেশন করার কথা ছিল।

দিঠি আনোয়ার গণমাধ্যমকে বলেন, সাবিনা ইয়াসমিন হাসপাতালে চিকিৎসাধীন। তবে তিনি শঙ্কামুক্ত। অনেক দিন পর আন্টি মঞ্চে গান গাইতে উঠেছিলেন। কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের ইমার্জেন্সিতে নেওয়া হয়। আন্টি এখন ভালো আছেন। দু-একদিন চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে তিনি বাসায় ফিরবেন বলে জানান দিঠি আনোয়ার।

এদিকে মা সাবিনা ইয়াসমিনের অসুস্থতার জানিয়ে মেয়ে ইয়াসমিন ফায়রুজ বাঁধন বলেন, মায়ের সঙ্গে তার কথা হয়েছে। এখন মা ভালো আছে। কয়েক দিন হাসপাতালে থেকে চিকিৎসা শেষে বাসায় নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন। এরপর আর তাকে মঞ্চের গান পরিবেশনায় পাওয়া যায়নি। এ সময় তিনি চিকিৎসাধীন ছিলেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

রংপুরে ঘন কুয়াশায় ৬ গাড়ির সংঘর্ষ, আহত ২৫
ক্রিকেটার এনামুল হক বিজয়ের দেশত‍্যাগে নিষেধাজ্ঞা
গান গাইতে গাইতেই মঞ্চে লুটিয়ে পড়েন সাবিনা ইয়াসমিন
আজ একুশে বইমেলা শুরু
যুক্তরাষ্ট্রে রোগী বহনকারী বিমান বিধ্বস্ত, শিশুসহ ৬ জনের মৃত্যুর আশঙ্কা
বিয়ের দিনক্ষণ ঠিক, হবু স্ত্রীকে নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় চিকিৎসক নিহত
শুরু হলো বাঙালির প্রেরণা ও গৌরবের ভাষার মাস
কোরআনের হাফেজাকে বিয়ে করলেন সারজিস
জ্বালানি তেলের দাম লিটারে এক টাকা বৃদ্ধি
চুয়াডাঙ্গার জীবননগরে সড়কে ডাকাতি, চালককে কুপিয়ে জখম
কুবি শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় ৫ জনের নামে মামলা
মিয়ানমারে ছয় মাসের জন্য বাড়ানো হলো জরুরি অবস্থার মেয়াদ
চট্টগ্রামে খাল খননের নামে দুর্নীতি, বিপুল অর্থ লুটপাটের অভিযোগ
নির্বাচনের আগেই পতিত স্বৈরাচারের বিচার নিশ্চিত করতে হবে : ছাত্রশিবির সেক্রেটারি
বিয়ে করলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম
টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা সজিবুল হুদা সিজু গ্রেফতার
বেনাপোল চেকপোস্টে যাত্রীশূন্যতা, রাজস্ব হারাচ্ছে সরকার
বিশ্ব ইজতেমায় এক মুসল্লির মৃত্যু
ক্রিকেট বিশ্লেষক দেব চৌধুরীর ইসলাম গ্রহণ
নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে ইলন মাস্ক, পরপর দুই বছর মনোনীত