উপগ্রহচিত্রে রাশিয়ার বিশাল কনভয়ের ছবি
রাশিয়া কি এবার কিয়েভ দখল করবে? মঙ্গলবার সকালে প্রায় ৪০ মাইল লম্বা একটি রাশিয়ার সাঁজোয়া কনভয়ের ছবি ধরা পড়েছে উপগ্রহচিত্রে। কনভয়টি ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে এগোচ্ছে বলে ইউক্রেনের প্রশাসন জানিয়েছে। ওই কনভয়ে বিপুল পরিমাণ যুদ্ধের ট্যাঙ্ক, সাঁজোয়া গাড়ি আছে। আছে প্রচুর সেনা। বিশাল ওই কনভয় নিয়ে কী উদ্দেশ্যে রাশিয়া কিয়েভের দিকে এগোচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
ইউক্রেনের হাতে আছে দুই লাখ যুদ্ধরত সেনা। যারা সরাসরি লড়াইয়ে যোগ দিয়েছে। রাশিয়ার হাতে আছে আট লাখ ৫০ হাজার যুদ্ধরত সেনা। যারা যে কোনো সময় লড়াইয়ের ময়দানে নেমে পড়ার জন্য প্রস্তুত হয়ে আছে। এদেরই একটি অংশ এখন লড়াইয়ের ময়দানে আছে।
এই ছবি প্রকাশ্যে আসার কিছুক্ষণের মধ্যেই কিয়েভ সংলগ্ন অঞ্চলে বোমা মারতে শুরু করেছে রাশিয়া। কিয়েভে হামলার সাইরেন বাজানো হয়েছে। সকলকে নিরাপদ আশ্রয়ে ঢুকে পড়তে বলা হয়েছে। অন্যদিকে, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল খারকিভের পরিস্থিতিও ভালো নয়। সোমবার সেখানে লাগাতার মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। শহরের মেয়র জানিয়েছেন, হামলায় বহু সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। নাগরিকদের বেসমেন্টে আশ্রয় নিতে বলা হয়েছে বলে তিনি জানিয়েছেন। খারকিভে খাদ্য এবং জল ক্রমশ কমে আসছে বলেও মেয়র জানিয়েছেন।
দক্ষিণ ইউক্রেনের বন্দর শহর বারদিয়ানস্ক রাশিয়া সম্পূর্ণভাবে দখল করে ফেলেছে বলে ইউক্রেনের অভিযোগ। সেখানেও রাশিয়ার ট্যাঙ্কের বিশাল কনভয় মোতায়েন করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। সেখান থেকে ৮৫ কিলোমিটার দূরে মারিউপলেও প্রবল যুদ্ধ চলছে। রাশিয়া ওই অঞ্চলটিও দখল করে নেওয়ার চেষ্টা করছে বলে ইউক্রেন জানিয়েছে।
সূত্র: ডয়চে ভেলে