রুশ হামলায় ইউক্রেনে বাস্তুচ্যুত ১ লক্ষাধিক
ইউক্রেনে রাশিয়ার হামলায় এক লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ ও দ্য ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানায়, ইতিমধ্যে জোরপূর্বক গণবাস্তুচ্যুতিও শুরু হয়েছে।
ইউএনএইচসিআরের মুখপাত্র শাবিয়া মান্টু বলেছেন, ‘এক লাখের মতো মানুষ গৃহহারা ও দেশটির ভেতরে বাস্তুচ্যুত হয়েছেন বলে আমরা ধারণা করছি। এ অঞ্চলে আরও কয়েক হাজার মানুষ আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করেছেন এই বিষয়েও আমরা জ্ঞাত আছি। আর এটা আমরা লক্ষ্য করছি, এই পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে।’
তিনি আরও বলেন, ‘গতকাল আমরা দেখেছি, মলদোভায় পাঁচ হাজার শরণার্থীর আগমন ঘটেছে। এ ছাড়া অন্যরা পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া ও রাশিয়ার দিকে যাচ্ছে।’
এদিকে গতকাল আইআরসির জরুরি বিতরণের পরিচালক ল্যানি ফোর্টিয়ার এক বিবৃতিতে বলেছেন, ‘ইউক্রেনে অভ্যন্তরীণভাবে এক লাখেরও বেশি মানুষের বাস্তুচ্যুতির খবর পাওয়া গেছে। হাজারো মানুষ পোল্যান্ড, রোমানিয়া, মলদোভা ও অন্যান্য ইউরোপীয় দেশে পালিয়ে যাচ্ছে।’
এসএ/