ইউক্রেনে রাশিয়ার আক্রমন সম্পর্কে যা বললেন বাইডেন
ইউক্রেন ইস্যুতে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার আক্রমন সম্পর্কে বলেছেন, এটি পূর্ব পরিকল্পিত হামলা। রাশিয়ার বিরুদ্ধে তিনি নতুন করে কঠোর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, পুতিন একজন আগ্রাসনকারী। এই যুদ্ধ তিনি ডেকে এনেছেন। এখন তিনি ও তার দেশকে এর পরিণতি ভোগ করতে হবে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিনি যা বলেছেন তার একটি সারসংক্ষেপ নিচে উল্লেখ করা হল:
*মার্কিন কর্মকর্তারা যেভাবে ভবিষ্যদ্বাণী করেছিলেন ঠিক সেভাবেই রাশিয়া ইউক্রেনে আক্রমণ করেছে।
*রাশিয়া একটি ছদ্মবেশী যুদ্ধ মঞ্চায়িত করে অভিযান পরিচালনা করছে এবং অন্যের উপর দোষ চাপাচ্ছে যা আন্তর্জাতিক আইনের "প্রকাশ্য" লঙ্ঘন।
*রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন সীমান্তে সামরিক সরঞ্জামসহ ১ লাখ ৭৫ হাজার সৈন্য মোতায়েন করেছেন এবং রক্তের সরবরাহ এনেছেন ও ফিল্ড হাসপাতাল তৈরি করেছেন।
*পুতিন প্রাক্তন সোভিয়েত ইউনিয়নকে পুনঃপ্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এবং তার কর্মকাণ্ড তাকে আন্তর্জাতিক অঙ্গনে নিচু ব্যক্তি হিসেবে প্রমাণিত করেছে।
*মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটো অঞ্চলের "প্রতি ইঞ্চি" রক্ষা করবে, তবে ইউক্রেনে কোনও আমেরিকান সেনা মোতায়েন করা হবে না
এদিকে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন বাইডেন।
*বাইডেন বলেছেন, তিনি বিশ্বের বৃহত্তম অর্থনীতির G7 নেতাদের সাথে একমত হয়েছেন যে তারা যৌথভাবে ডলার, ইউরো, পাউন্ড এবং ইয়েনে রাশিয়ার ব্যবসা করার ক্ষমতা সীমিত করবে।
*রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা ব্যাংক ভিটিবি-এর উপর নিষেধাজ্ঞা দেওয়া হবে৷
*মার্কিন যুক্তরাষ্ট্র এবং এর মিত্ররা রাশিয়ায় উচ্চ প্রযুক্তির রপ্তানি বন্ধ করে দেবে যা তাদের সামরিক বাহিনীকে আধুনিকীকরণ, জাহাজ ও বিমান তৈরি এবং মহাকাশে অগ্রসর হতে বাধা দেবে।
তবে বিশ্বব্যাপী সুইফ্ট ব্যাঙ্কিং সিস্টেম থেকে রাশিয়াকে এখনই বিচ্ছিন্ন করার প্রস্তাব করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন বাইডেন।