কানাডার পর এবার যুক্তরাষ্ট্রের ট্রাকচালকদের বিক্ষোভ
কানাডার পর এবার করোনার বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ করছেন যুক্তরাষ্ট্রের ট্রাকচালকরা। বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ক্যালিফোর্নিয়া থেকে প্রায় আড়াই হাজার কিলোমিটার যাত্রা করে রাজধানী ওয়াশিংটন ডিসি যাওয়ার পরিকল্পনা নিয়েছেন ট্রাকচালকরা।
এছাড়া বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ওয়াশিংটন ডিসিতে ট্রাকচালকদের আসার কথা রয়েছে। পেনসিলভেনিয়ার ট্রাকচালকরা ওয়াশিংটনের কাছে একটি সড়ক দখলের ঘোষণা দিয়েছে। ওয়াশিংটন ডিসিতে কয়েকদিন অবস্থান করে বিক্ষোভের পরিকল্পনা তাদের।
কানাডার বিক্ষোভকারী ট্রাকচালকদের থেকে অনুপ্রাণিত হয়ে তারা নিজেদের 'পিপলস কনভয়' নাম দিয়েছেন। নিরাপত্তার আশঙ্কায় ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া প্রশাসন এবং ক্যাপিটল পুলিশের অনুরোধে ওয়াশিংটন ডিসিতে ৭শ ন্যাশনাল গার্ড মোতায়েনের অনুমোদন দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন।
শনিবার থেকে ৭ই মার্চ পর্যন্ত ওয়াশিংটন ডিসিতে প্রবেশের চেকপোস্টগুলোতে মোতায়েন থাকবে ন্যাশনাল গার্ড। তবে তাদের কাছে কোন আগ্নেয়াস্ত্র থাকবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কেএফ/