২৪ ঘণ্টার মধ্যে সর্বোচ্চ আগ্রাসন চালাবে রাশিয়া: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
পূর্ব ইউক্রেনে মস্কোপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত দুই অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সেখানে সেনা পাঠানোর ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন দাবি করেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনে সর্বোচ্চ আগ্রাসন চালাবে রাশিয়া। এর আগে যুক্তরাষ্ট্রও একই ধরনের দাবি করেছে।
এক বিবৃতিতে রাশিয়ার আচরণকে ‘অগ্রহণযোগ্য’ বলে এর তীব্র নিন্দা জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
স্কট মরিসন বলেন, ‘রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রার আগ্রাসন চালাতে সম্পূর্ণ প্রস্তুত এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যেই এটি হতে পারে। এমনকি কিছু প্রতিবেদন বলছে, ইউক্রেনে এরইমধ্যে গোলাগুলি চলছে। এটি ইঙ্গিত করে যে যুদ্ধ শুরু হয়ে গেছে।’
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, ‘রাশিয়ার মতো কতৃত্ববাদী দেশগুলোকে রুখতে এখন উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর ঐক্যের প্রয়োজন।’ এ সময় রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণাও দিয়েছেন তিনি।
এসএ/