রাশিয়ার উপর মার্কিন নিষেধাজ্ঞা
পূর্ব ইউক্রেনে মস্কোপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত দুই অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র স্বীকৃতি দিয়ে সেখানে সেনা পাঠানোয় রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে ব্রিটেনও দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। স্থানীয় সময় মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) তিনি এ ঘোষণা দেন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে এবারই প্রথম দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বাইডেন জানিয়েছেন, ইউক্রেনে যদি রাশিয়া আরও হামলা চালায়, তাহলে আরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
বাইডেন বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার আক্রমণের শুরু হয়েছে। সুতরাং আমি এর জবাবে নিষেধাজ্ঞা আরোপ করা শুরু করছি।’ তিনি জানান, রাশিয়ার বড় দুটি আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে এবং রাশিয়ান সোভেরিন ডেবটের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছে তার সরকার। এ ছাড়া রাশিয়ার ধনকুবের ও তাদের পরিবারের সদস্য এবং রুশ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র।
বাইডেন আরও বলেন, ‘এগুলো আমাদের পক্ষ থেকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ। আর রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা নেই আমাদের।’ প্রয়োজনে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দেন জো বাইডেন।
এসএ/