মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা মামলার শুনানি আগামীকাল
মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু হবে আগামীকাল সোমবার (২১ ফেব্রুয়ারি)। শুনানিতে অংশগ্রহণ করবে জান্তা সরকার।
নেদারল্যান্ডসের রাজধানী হেগের আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার বিচারের শুনানি ফের শুরু হতে যাচ্ছে।
আগের শুনানিতে দেশটির ক্ষমতাচ্যুত স্টেট কাউন্সিলর অং সান সু চি বিচারের মুখোমুখি হলেও এবার তিনি কারাগারে। তাই শুনানিতে ভার্চুয়ালি অংশ নেবে জান্তা সরকারের প্রতিনিধিরা।
জাতিগত নিধনের নামে ২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যা শুরু করে মিয়ানমার সরকার। সংখ্যালঘু এই রোহিঙ্গারা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয়। এরই পরিপ্রেক্ষিতে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসির পক্ষে গাম্বিয়া ২০১৯ সালে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গণহত্যার মামলাটি করে।
২০১৯ সালের ডিসেম্বরে মামলার প্রাথমিক শুনানির পর ২০২০ সালের জানুয়ারিতে মিয়ানমারের জন্য একটি আদেশ জারি করে হেগের আদালত। আদেশে চার মাসের মধ্যে এ সংক্রান্ত একটি প্রতিবেদন দিতে বলা হয়। সে সময় মামলার গণশুনানিতে মিয়ানমারের প্রতিনিধিত্ব করেন দেশটির সাবেক স্টেট কাউন্সিলর অং সান সুচি। এসময় রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ অস্বীকার করেন তিনি।
কেএফ/