'রুশপন্থি বিদ্রোহীদের উসকানির জবাব দেবে না ইউক্রেন'
রুশপন্থি বিদ্রোহীদের উসকানির জবাব দেবে না ইউক্রেন। এমন মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের দ্বিতীয় দিনে এ কথা বলেন তিনি।
রাশিয়ার আগ্রাসনের মুখে নিজের দেশকে রক্ষা করবেন বলেও ঘোষণা দেন তিনি। এদিকে, ইউক্রেনে হামলা চালাতে রাশিয়া সব প্রস্তুতি নিয়েছে বলে আবারও সতর্ক করেছে ন্যাটো ও যুক্তরাষ্ট্র।
এদিকে, ইউক্রেনে রুশ সমর্থিত বিদ্রোহীদের সঙ্গে দেশটির সেনাবাহিনী মধ্যে সংঘর্ষের তৃতীয় দিনে দুই ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে।
ইউরোপীয় নিরাপত্তা সংস্থা ওএসসিই'র পর্যবেক্ষকরা জানান, পূর্ব ইউক্রেনে একদিনে দেড় হাজারের বেশি হামলা হয়েছে যা এই বছরে সর্বোচ্চ। তবে রাশিয়ান গণমাধ্যমের দাবি সীমানা পেরিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে ইউক্রেন।
সীমান্তে গোলাগুলি অব্যাহত থাকায় জার্মানি, ফ্রান্স তাদের নাগরিকদের ইউক্রনে ছেড়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে। আজ থেকে জার্মান বিমান সংস্থা লুফৎহানসা এক সপ্তাহের জন্য ইউক্রেনে ফ্লাইট স্থগিত করেছে।
কেএফ/