কমছে করোনায় শনাক্ত-মৃত্যুর হার
বিশ্বজুড়ে করোনা মহামারি এখনো অব্যাহত রয়েছে। স্বাস্থ্যবিধি, বিধিনিষেধসহ বহু মানুষকে টিকার আওতায় আনার পরও আক্রান্ত ও মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। তবে গত ২৪ ঘণ্টায় করোনার আক্রান্ত হিসেবে শনাক্ত ও মৃত্যুর হার কমেছে।
রবিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১৫ লাখ ৭৮ হাজার ৮৮০ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ৭ হাজার ৮৮০ জনের।
এর আগে শনিবার (১৯ ফেব্রুয়ারি) করোনায় শনাক্ত হয়েছিলেন ১৯ লাখ ২৮ হাজার ৫৩৭ জন। একই সময়ে মৃত্যু হয়েছিল ১০ হাজার ২৬৮ জনের।
করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় রবিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট শনাক্ত হয়েছেন ৪২ কোটি ৩৭ লাখ ১৮ হাজার ৯৭৯ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ লাখ ৮১৫ জনে। আর সুস্থ হয়েছেন ৩৪ কোটি ৮৭ লাখ ১০ হাজার ৩৫০ জন।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৭২ হাজার ৫৬১ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৫৯ হাজার ১৩০ জনের।
আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৮ লাখ ২০ হাজার ৯৯৩ জন শনাক্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১১ হাজার ৯৩৫ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ২ কোটি ৮১ লাখ ৬৭ হাজার ৫৮৭ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৪৩ হাজার ৯৩৮ জনের।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
এসএ/