ব্রাজিলে ভূমিধস ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৬
ব্রাজিলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৩৬ জনে দাঁড়িয়েছে। বৃষ্টি ও আকস্মিক বন্যায় কাদামাটিতে চাপা পড়া লোকদের উদ্ধারে গতকাল শুক্রবারও (১৯ ফেব্রুয়ারি) কর্তৃপক্ষ ব্যাপক উদ্ধার অভিযান অব্যাহত রাখে। ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো এই ঘটনাকে ‘যুদ্ধের দৃশ্যপট’ বলে অভিহিত করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, রিও ডি জেনিরো থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে মনোরম পর্যটন শহর পেট্রোপলিসে এ পর্যন্ত ১৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনদিন পর নিখোঁজ লোকদের বেঁচে থাকার আশা দ্রুত ক্ষীণ হয়ে আসছে।
প্রায় তিন লাখ অধিবাসীর এ শহরের মেয়র রুবেনস বোমটেম্পো এক সংবাদ সম্মেলনে বলেন, এত সময় পাড় হয়েছে যে, এখন কাউকে জীবিত পাওয়া কঠিন।
রিও ডি জেনিরোর গভর্নর ক্লদিও কাস্ত্রো বলেছেন, ১৯৩২ সালের পর এই প্রবল মৌসুমী বৃষ্টিপাতে গত মঙ্গলবার শহরের রাস্তাগুলো নদীতে পরিণত হয়। হরকা বানে বাড়ি, গাড়ি ও গাছপালা ভাসিয়ে নিয়ে যায়।
শুক্রবার বোলসোনারো হেলিকপ্টারে করে পেট্রোপলিসের অবস্থা দেখে সাংবাদিকদের বলেন, আমরা যুদ্ধের দৃশ্যপটের মতো ব্যাপক ধ্বংস দেখছি। রশিয়া ও হাঙ্গেরি সফর শেষে বোলসোনারো সরাসরি পেট্রোপলিসে যান।
কর্মকর্তারা শুক্রবার গভীর রাতে বলেছেন, ২১৮ জন এখনও নিখোঁজ রয়েছেন, এর মধ্যে ৫৭ জন উদ্ধার করা মরদেহের মধ্যে থাকতে পারেন, মরদেহগুলো এখনও শনাক্ত করা হয়নি।
এসএ/