অটোয়ায় বিক্ষোভ দমনে পুলিশের গ্রেপ্তার অভিযান
করোনাভাইরাসের টিকা বাধ্যতামূলক করার প্রতিবাদে কানাডার রাজধানী অটোয়ায় ট্রাকচালকদের চলমান বিক্ষোভ দমনে অভিযান শুরু করেছে পুলিশ। এরইমধ্যে শতাধিক ট্রাক চালককে আটক করা হয়েছে। অবরোধ সরাতে রাস্তা থেকে সরিয়ে নেয়া হচ্ছে ট্রাক। এছাড়াও অস্থায়ী তাঁবু ভেঙে দিচ্ছে পুলিশ।
অটোয়া থেকে ট্রাকচালকদের সরাতে শুক্রবার সকাল থেকে অভিযান শুরু করে দেশটির পুলিশ। এসময় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা।
অটোয়া পুলিশ বিক্ষোভস্থলের আশপাশে প্রায় ১০০টি পুলিশ চেক পয়েন্ট স্থাপন করেছেন, যাতে শহরের ভেতরে আরও বেশি বিক্ষোভকারী প্রবেশ করতে না পারে।
পুলিশপ্রধান স্টিভ বেল বলেন, অভিযানের অংশ হিসেবে ২১টি গাড়ি জব্দ করে নিয়ে যাওয়া হয়েছে। তবে অভিযানে কোনো বিক্ষোভকারী আহত হননি বলে দাবি করেন তিনি। কতক্ষণ অভিযান চলবে সে ব্যাপারেও তিনি কিছু বলেননি।
তিনি আরও বলেন, বিক্ষোভ দমন না হওয়া পর্যন্ত আমরা রাত-দিন কাজ করবো।
এদিকে, শুক্রবার ট্রাক কনভয়ের দুই নেতাকে আদালতে হাজির করার কথা ছিল। তামারা লিচ ও ক্রিস বারবার উভয়ের বিরুদ্ধেই অপকর্মের অভিযোগ আনা হয়েছে।
এর আগে, করোনাভাইরাস-সংক্রান্ত বিধিনিষেধের বিরুদ্ধে গত তিন সপ্তাহ ধরে বিক্ষোভ করছে ট্রাকচালকেরা। তারা যানবাহন ও তাঁবু দিয়ে রাস্তা অবরোধ করে অটোয়ার কেন্দ্রকে অচল করে দিয়েছে। ট্রাকচালকদের এই বিক্ষোভ নিয়ন্ত্রণহীন হয়ে পড়ায় শহরে জরুরি অবস্থা ঘোষণা করে কানাডা সরকার।
কেএফ/