ঘূর্ণিঝড় ইউনিসে বিপর্যস্ত ইউরোপ, অন্তত ৮ জনের মৃত্যু
ঘূর্ণিঝড় ইউনিসের আঘাতে যুক্তরাজ্যে তিনজন, জার্মানি, নেদারল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন অংশে আরও কমপক্ষে ৫ জন প্রাণ হারিয়েছেন। শুক্রবার ১২০ কিলোমিটারের বেশি গতি নিয়ে যুক্তরাজ্যে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। এসময় ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকশ বাড়িঘর।
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ের প্রভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুই লাখের বেশি বাড়িঘর। বাতিল করা হয় কয়েকশ ফ্লাইট। বেশ কিছু শহরে ট্রেন চলাচল বন্ধ রাখায় যোগাযোগ ব্যবস্থায় নেমে আসে বিপর্যয়। বন্ধ রাখা হয় ব্যবসা ও শিক্ষাপ্রতিষ্ঠান।
দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ বেশ কিছু উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি রয়েছে। এছাড়াও স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের কিছু অংশেও বাতাস, বৃষ্টিপাত ও তুষারপাতের সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। জরুরি প্রয়োজন ছাড়া লোকজনকে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে ব্রিটেনে গত কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী এই ঝড় আঘাত হানতে শুরু করলে লাখ লাখ মানুষকে তাদের ঘরে অবস্থান করতে বলা হয়। জারি করা হয় সতর্কতা। অনেক জায়গাতেই ট্রেন ও ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বন্ধ করে দেয়া হয় শত শত স্কুল। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে কমপক্ষে ৬৫টি ফ্লাইট বাতিল করা হয়। ইউনিসের আঘাতে আয়ারল্যান্ডে ৫৫ হাজারেরও বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ইংল্যান্ডে গত এক দশকে চারবার এরকম রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
কেএফ/