আহমেদাবাদ সিরিজ বোমা হামলা
৩৮ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন
২০০৮ সালে ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর আহমেদাবাদে সিরিজ বোমা হামলা মামলায় অভিযুক্ত ৪৯ জনের মধ্যে ৩৮ জনকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত আরও ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) আহমেদাবাদের বিশেষ আদালত এই নির্দেশ দিয়েছেন। খবর আল-জাজিরার।
২০০৮ সালে ওই ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় মোট ৫৬ জন নিহত হয়েছিলেন। হামলায় আহত হন ২০০ জনেরও বেশি।
তদন্তে নামার পর তদন্ত সংস্থাগুলো মোট ৪৯ জনকে এই ঘটনার জন্য দায়ী করে। এ বিস্ফোরণের ১৩ বছর পর অভিযুক্তদের সাজার ঘোষণা করা হলো। গত ৮ ফেব্রুয়ারি অভিযুক্ত ৪৯ জনকে দোষী সাব্যস্ত করেন আদালত। এর পর শুক্রবার তাদের সাজা ঘোষণা করা হলো।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ২০০৮ সালের ২৬ জুলাই ২১টি ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠে আহমেদাবাদ শহর।
সিরিজ বিস্ফোরণে পর পুলিশের পক্ষ থেকে বলা হয়, ইন্ডিয়ান মুজাহিদীনের (আইএম) সঙ্গে জড়িত ব্যক্তিরা এ ঘটনা ঘটিয়েছেন।
ইন্ডিয়ান মুজাহেদিনের সদস্যরা ২০০২ সালে গুজরাটের গোধরা পরবর্তী দাঙ্গার প্রতিশোধ হিসেবে ওই হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করে বলে অভিযোগ করা হয়। পরে ২০১০ সালে আইএমকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার পাশাপাশি নিষিদ্ধ করে ভারত সরকার।
আহমেদাবাদে সিরিজ বিস্ফোরণের মামলার বিচারকাজ শুরু হয় ২০০৯ সালের ডিসেম্বরে। মামলায় মোট আসামি ছিলেন ৭৮ জন। আসামিদের মধ্যে একজন রাজসাক্ষী হন।
কেএফ/আরএ/