ইউক্রেনে হামলার অজুহাত খুঁজছে রাশিয়া: বাইডেন
ইউক্রেনে হামলা চালাতে অজুহাত খুঁজছে রাশিয়া বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। কয়েক দিনের মধ্যেই হামলা চালাতে পারে বলে ধারনা করছেন তিনি। খবর বিবিসির।
স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাইডেন। তিনি বলেন খুব শিগগিরই সেনা তৎপরতা শুরু করতে পারে রাশিয়া। একই সঙ্গে ইউক্রেন-রাশিয়া সংকটের কূটনৈতিক সমাধান এখনো সম্ভব বলে জানিয়েছেন তিনি।
রাশিয়া যে কোনো মুহুতে ইউক্রেনে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের এমন দাবি বরাবরই অস্বীকার করে আসছে রাশিয়। এসব দাবিকে 'ভিত্তিহীন' বলে উড়িয়ে দিয়েছে মস্কো। সম্প্রতি ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরিয়ে নেওয়া হচ্ছে বলেও ঘোষণা আসে দেশটির পক্ষ থেকে। তবে এ ঘোষণাকে 'মিথ্যা' বলে দাবি করেছে পশ্চিমারা।
সাংবাদিকদের বাইডেন বলেন, রাশিয়া অজুহাত দেখিয়ে ইউক্রেনে হামলার পথ খুঁজছে তার যথেষ্ট প্রমাণ রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনও একই দাবি করেছেন। তবে কী অজুহাতে রুশ অভিযান শুরু হতে পারে তা পরিষ্কার করেননি ব্লিঙ্কেন।
ইউক্রেন ঘিরে রাশিয়ার সেনা সমাবেশকে ঘিরে ইউরোপে যুদ্ধের উত্তেজনা বেড়েই চলেছে। বিভিন্ন পক্ষের দফায় দফায় আলোচনার পরও আশার আলো তেমন দেখা যায়নি। এর মধ্যে বৃহস্পতিবারেই ইউক্রেনের পূর্বে দেশটি সেনাদের সঙ্গে মস্কো সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনার জন্য দুই পক্ষই একে-অপরকে দায়ী করছে।
কেএফ/