সৌদি নারীরা চালাবেন বুলেট ট্রেন
রক্ষণশীল সৌদি আরব পর্যায়ক্রমে নারীদের বিভিন্ন কাজে সুযোগ দিচ্ছে। যে দেশটিতে একটা সময় নারীদের গাড়ি চালানোরই অনুমতি ছিল না, সেই দেশটিতে এবার নারী ট্রেন চালক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। দেশটির ৩০ জন নারী পাবেন সেই সুযোগ।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, নারীদের ট্রেন চালক হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে সৌদি সরকার। এ জন্য দেওয়া হয়েছে বিজ্ঞাপন। তবে মাত্র ৩০টি পদের বিপরীতে আবেদন পড়েছে ২৮ হাজার।
স্প্যানিশ রেলওয়ে অপারেটর রেনফে গত বুধবার জানিয়েছে, শিক্ষাগত যোগ্যতা এবং ইংরেজি ভাষার দক্ষতার একটি অনলাইন মূল্যায়নের মাধ্যমে আবেদনকারীদের সংখ্যা প্রায় অর্ধেক কমানো হয়েছে। আগামী মাসের মাঝামাঝি অন্যদের নিয়ে কাজ করা শেষ হবে।
জানা গেছে, নির্বাচিত ৩০ জন নারীকে প্রথমে এক বছরের প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর তারা মক্কা ও মদিনা শহরের মধ্যে পরিচালিত বুলেট ট্রেন চালাবেন।
রেনফ জানায়, তারা স্থানীয় ব্যবসায় নারীদের জন্য সুযোগ তৈরি করতে আগ্রহী। সৌদিতে কোম্পানিটির ট্রেনে ৮০ জন পুরুষ চালক হিসেবে কর্মরত রয়েছেন ও ৫০ জন প্রক্রিয়াধীন।
সৌদি আরবের বর্তমান যুবরাজ (ক্রাউন প্রিন্স) মোহাম্মদ বিন সালমান অর্থনীতিতে বৈচিত্র্য আনতে গত পাঁচ বছরে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ প্রায় দ্বিগুণ করেছেন (৩৩ শতাংশ)। নারীরা এখন এমন সব চাকরি করছেন, যেগুলো একটা সময় শুধু পুরুষ ও অভিবাসী শ্রমিকদের মধ্যে সীমাবদ্ধ ছিল।
আরএ/