অমিক্রনের বিরুদ্ধে ভ্যাক্সিন কাজ করা উচিৎ: ডব্লিউএইচও
করোনার বিদ্যমান ভ্যাক্সিন অমিক্রন থেকে সুরক্ষা দিতে কাজ করা উচিৎ বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
দক্ষিণ আফ্রিকার নতুন ভ্যারিয়েন্ট প্রতিরোধে ফাইজারের টিকার কার্যকারিতাকে আংশিক এড়িয়ে যেতে পারে বলে প্রথম ল্যাব পরীক্ষায় জানা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
করোনার নতুন ভ্যারিয়েন্ট প্রতিরোধে ভ্যাক্সিনের অ্যান্টিবডি কীভাবে কাজ করবে সে বিষয়ে গবেষকেরা জানান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা ড. মাইক রায়ান বলেন, অন্যান্য ভ্যারিয়েন্টের চেয়ে অমিক্রন প্রতিরোধে ভ্যাক্সিন কম কার্যকরি এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
ফরাসি বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘আমাদের কাছে অতি কার্যকর ভ্যাকসিন রয়েছে যা এখন পর্যন্ত সব ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর প্রমাণিত হয়েছে, বিশেষ করে মারাত্মক অসুস্থতা ও হাসপাতালে ভর্তির হিসেবে। আর অমিক্রনের ক্ষেত্রেও এটা হবে না তা ধারণা করার কোনো কারণ নেই।’
ডব্লিউএইচও’র এ কর্মকর্তা বলেন, প্রাথমিক তথ্যে দেখা যাচ্ছে ডেল্টা বা অন্য ভ্যারিয়েন্টের চেয়ে অমিক্রন মানুষকে বেশি অসুস্থ করছে না। বরং তার গতিপথ কম অসুস্থতার দিকে।
দক্ষিণ আফ্রিকার নতুন গবেষণায় দেখা গেছে, করোনার মূল ভ্যারিয়েন্ট থেকে অমিক্রনের বিরুদ্ধে ফাইজার বা বায়োএনটেকের টিকা ৪০ শতাংশ কম কার্যকর। তবে গবেষক দলের নেতৃত্ব দেওয়া প্রফেসর অ্যালেক্স সাইগাল বলেন, ভ্যাকসিনের অ্যান্টিবডি এড়াতে অমিক্রনের সক্ষমতা ‘অসম্পূর্ণ’।
এসএন