কানাডায় জরুরি অবস্থা
করোনাভাইরাসের বিধির বিরুদ্ধে দেশজুড়ে ট্রাক চালকদের প্রতিবাদ আন্দোলনের মোকাবিলায় জরুরি অবস্থা জারি করেছে কানাডা সরকার। কানাডাজুড়ে আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) হতে ৩০ দিন এ জরুরি অবস্থা চলবে। খবর এএফপির।
কানাডায় করোনার ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক করে জাস্টিন ট্রুডো সরকার। তারপরই এই নির্দেশ প্রত্যাহার ও কোভিড বিধি শিথিলের দাবিতে শুরু হয় আন্দোলন।এর আগে গত শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দেশটির অন্টারিও প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
কানাডায় করোনার ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক করেছে জাস্টিন ট্রুডো সরকার। তারপরই এই নির্দেশ প্রত্যাহার ও কোভিড বিধি শিথিলের দাবিতে শুরু হয় আন্দোলন।
বিশেষ করে ট্রাকচালকদের করোনাভাইরাসের টিকা বাধ্যতামূলক করতে সরকারের উদ্যোগের বিরোধিতা করে 'ফ্রিডম কনভয়' নামের বিক্ষোভ শুরু হয়। এর ফলে রাজধানী অটোয়াসহ কানাডার অনেক জায়গার স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
এর আগে দেশটির বাধ্যতামূলক টিকানীতির বিরুদ্ধে ট্রাক চালকদের চলমান বিক্ষোভ দমাতে বিক্ষোভকারীদের ব্যাংক একাউন্ট জব্দসহ বিশেষ ক্ষমতা ব্যবহার করতে চান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। খবর আলজাজিরার।
কানাডার ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী বিশেষ ক্ষমতা দেওয়ার জন্য পার্লামেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন। কানাডিয়ান পার্লামেন্ট সাত দিনের মধ্যে এই বিশেষ ক্ষমতা ব্যবহারের ব্যাপারে অনুমতি দিতে পারে।
গত শুক্রবার (১১ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র সীমান্তে অবরোধ উঠিয়ে নিতে ট্রাকচালকদের নির্দেশ দেয় অন্টারিওর আদালত।
প্রসঙ্গ, গত ২৮ জানুয়ারি থেকে কানাডার রাজধানীতে বিক্ষোভ শুরু করেন ট্রাক চালকেরা। পাশাপাশি লকডাউনসহ কোভিড সংক্রান্ত বিভিন্ন সরকারি বিধি নিয়ে আপত্তি রয়েছে বিক্ষোভকারীদের।
কেএফ/