গাজায় এক মাসে গৃহহীন প্রায় ৫ লাখ মানুষ: জাতিসংঘ

ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর চলমান আগ্রাসনে গত এক মাসে নতুন করে গৃহহীন হয়েছে প্রায় পাঁচ লাখ মানুষ। বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জাতিসংঘের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
জাতিসংঘ জানায়, চলতি বছরের ১৮ মার্চ হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গাজায় আবারও হামলা শুরু করে ইসরাইল। এরপর থেকে প্রতিনিয়ত নতুন নতুন এলাকায় হামলা চালানো হচ্ছে, যার ফলে বিপুল সংখ্যক ফিলিস্তিনি বাসস্থান ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন।
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তজ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তারা এখন ‘সুষ্পষ্ট নীতি’ অনুসরণ করছে—যার অংশ হিসেবে গাজায় কোনো মানবিক সহায়তা ঢুকতে দেওয়া হচ্ছে না। ইতোমধ্যে টানা ছয় সপ্তাহ ধরে কোনো মানবিক ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরাইল, যা সাম্প্রতিক সময়ের সবচেয়ে দীর্ঘ অবরোধ বলে উল্লেখ করেছে জাতিসংঘ।
এই মানবিক সংকটের মধ্যেই প্রতিদিন চলছে ইসরাইলি হামলা। গাজার চিকিৎসা সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, সর্বশেষ বুধবার সকালে চালানো হামলায় অন্তত ৩৫ জন নিহত হন।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরাইলের এক হাজার ২০০ জন নিহত এবং ২৫১ জন বন্দি হওয়ার পর থেকে গাজায় শুরু হয় ইসরাইলের সামরিক অভিযান।
হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৮ মাসের যুদ্ধে এখন পর্যন্ত ৫১ হাজার ২৫ জন নারী ও শিশু নিহত হয়েছেন। আহতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ১৬ হাজার। আন্তর্জাতিক সম্প্রদায় বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।
সূত্র: আল জাজিরা
