টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত
বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন প্রকাশ করেছে ২০২৫ সালের ‘শত প্রভাবশালী ব্যক্তিত্বের’ তালিকা। এ বছরের ‘লিডারস’ (নেতৃবৃন্দ) ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন বাংলাদেশের প্রখ্যাত অর্থনীতিবিদ, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
এই তালিকায় আরও রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া সেইনবোম এবং বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।

ড. ইউনূসকে ঘিরে টাইম ম্যাগাজিনে শ্রদ্ধা ও প্রশংসায় ভরা লেখাটি লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তিনি লেখেন, “ছাত্রদের নেতৃত্বাধীন অভ্যুত্থানে বাংলাদেশের স্বৈরশাসক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার পর, ড. মুহাম্মদ ইউনূস সেই পরিচিত নেতৃত্ব নিয়ে গণতন্ত্রের অভিযাত্রায় দেশের হাল ধরেছেন।”
হিলারি ক্লিনটন তার স্মৃতিচারণায় জানান, ক্ষুদ্রঋণের পথিকৃৎ ইউনূস কীভাবে প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং বিশেষ করে নারীদের ক্ষমতায়নে কীভাবে বিপ্লব এনেছেন— “গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে ইউনূস কয়েক লাখ মানুষকে আত্মনির্ভর করেছেন। যাদের মধ্যে ৯৭ শতাংশই নারী।”
তিনি আরও জানান, ইউনূসের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয়েছিল যুক্তরাষ্ট্রের আরকানসাসে, যখন ইউনূস সেখানেও ক্ষুদ্রঋণ কর্মসূচি চালুর প্রয়াস নিচ্ছিলেন। তিনি বলেন, “আমি তখন থেকেই তার কাজের প্রভাব বিশ্বজুড়ে দেখেছি। আজও, তিনি আবার নিজের দেশকে এগিয়ে নিতে নেতৃত্ব দিচ্ছেন— নিপীড়ন থেকে মুক্তি, মানবাধিকারের প্রতিষ্ঠা এবং ন্যায়বিচারভিত্তিক একটি সমাজ গড়ার লক্ষ্যে।”
