বুধবার, ১৯ মার্চ ২০২৫ | ৫ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

স্ত্রীর মৃত্যুর খবরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মারা গেলেন স্বামীও

ছবি: সংগৃহীত

স্ত্রীর মৃত্যুর খবর পেয়েছিলেন। আর সেই খবর পেয়েই কাজ থেকে দ্রুত বাইকে করে বাড়ি ফিরছিলেন এক ব্যক্তি। কিন্তু তারও জীবিত অবস্থায় আর বাড়ি ফেরা হলো না। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো ওই ব্যক্তির।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মীরগঞ্জে। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে বুধবার (১৯ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

মঙ্গলবার পুলিশ জানিয়েছে, মীরগঞ্জ এলাকায় স্ত্রীর মৃত্যুর খবর শুনে বাড়ি ফিরছিলেন এক ব্যক্তি। সঞ্জয় (২৮) নামে ওই ব্যক্তি তার ছোট ভাই রিঙ্কুর (২২) সাথে মোটরসাইকেলে যাচ্ছিলেন। তবে সোমবার গভীর রাতে ২৪ নম্বর জাতীয় সড়কে একটি অজ্ঞাত গাড়ি তাদের ধাক্কা দেয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই সঞ্জয় মারা যান, আর রিঙ্কু গুরুতর আহত হন এবং বরেলির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সুপার (উত্তর) মুকেশ চন্দ্র মিশ্র বলেন, “বাহরাইচের কাইজারগঞ্জ থানা এলাকার রামুয়াপুর রঘুবীর গ্রামের বাসিন্দা সঞ্জয় পাঞ্জাবে শ্রমিকের কাজ করতেন। স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে তার ছোট ভাইয়ের সাথে বাড়ির পথে রওনা হন। দুর্ভাগ্যবশত, বরেলিতে তারা মারাত্মক দুর্ঘটনার শিকার হন।”

তিনি আরও বলেন, “হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা সঞ্জয়কে মৃত ঘোষণা করেন, আর রিঙ্কুর অবস্থা আশঙ্কাজনক। সঞ্জয়ের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।”

পুলিশ জানিয়েছে, গত সোমবার সন্ধ্যায় সঞ্জয়ের স্ত্রীর মৃত্যু হয়। পরিবার সূত্রে বলা হয়েছে, দ্বিতীয় সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যু হয় সঞ্জয়ের স্ত্রী পূজার। তার মৃত্যুর খবর পেয়েই কাজ থেকে দ্রুত বাইক নিয়ে বেরিয়ে আসেন। বাইক চালাচ্ছিলেন সঞ্জয়। পেছনে বসে ছিলেন তার ভাই রিঙ্কু।

২৪ নম্বর জাতীয় সড়কে বরেলীর কাছে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। দু’জনেই রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রাই পুলিশকে খবর দেন। পুলিশ এসে সঞ্জয় এবং রিঙ্কুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকেরা সঞ্জয়কে মৃত বলে ঘোষণা করেন। রিঙ্কুর অবস্থা আশঙ্কাজনক ।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ছয় বছর আগে পূজার সঙ্গে বিয়ে হয়েছিল সঞ্জয়ের। তাদের চার বছরের একটি কন্যাসন্তান রয়েছে। দুদিন আগেই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সন্তানসম্ভবা পূজাকে। বাড়িতে নতুন অতিথি আসার আনন্দে মেতেছিল পরিবার।

কিন্তু সোমবার সন্ধ্যায় হঠাৎ হাসপাতাল থেকে খবর আসে সন্তান জন্ম দিতে গিয়ে পূজার মৃত্যু হয়েছে। পূজার মৃত্যুর খবর গিয়েছিল সঞ্জয়ের কাছেও। স্ত্রীর মৃত্যুর খবরে দিশেহারা হয়ে পড়েন তিনি।

তারপরই পাঞ্জাব থেকে বাইকে উত্তরপ্রদেশের বহরাইচে আসছিলেন। কিন্তু বরেলির কাছে দুর্ঘটনায় মৃত্যু হয় তার।

Header Ad
Header Ad

ঘরমুখো মানুষের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতকরণে টাঙ্গাইলে সড়ক নিরাপত্তা কমিটির সভা

ছবি : ঢাকাপ্রকাশ

পবিত্র ঈদুল ফিতরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত ও যানজট নিরসন বিষয়ক টাঙ্গাইল জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১৯ মার্চ) সকালে টাঙ্গাইলের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে স্থানীয় সরকার টাঙ্গাইলের উপপরিচালক মো: শিহাব রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল্যাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মাহবুব হাসান, বাস মালিক সমিতির নেতৃবৃন্দসহ জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

ভারতে সাজাভোগ শেষে ২১ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু দেশে ফিরলেন বেনাপোল দিয়ে

ছবি : ঢাকাপ্রকাশ

ভারতে ভালো কাজের প্রলোভনে পড়ে পাচারের শিকার ২১ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু সাজাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল বন্দরে ফিরে এসেছেন।

আজ বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া এই বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়। ফেরত আসাদের মধ্যে নারী, পুরুষ এবং শিশুরাও রয়েছেন, যাদের বয়স ১ থেকে ২০ বছর পর্যন্ত।

ফেরত আসাদের মধ্যে সাহিদা খাতুন (০৯), সুবর্ণা রায় (০৮), মিরাজ হোসাইন রিমন (১৭), মো. আবু জুবাইদা সান (১৮), স্নিগ্ধা বিশ্বাস (১৫), ইয়াসির আরাফ (০৭), ইন্দ্রজিৎ মন্ডল (১৪), প্রান্ত মন্ডল (১৬), আপন বিশ্বাস (১৮), মিহির জোয়দার (১৮), খাইরুল ইসলাম (১৯), সৈকত আলম (১৯), আবিদ আহমেদ (০১), শিলা আক্তার (২০), টপা খানম (১৬), আজমিরা আক্তার খাতুন (০৯), টুম্পা মন্ডল (১১), সুমাইয়া আক্তার (১৫), দিঘি বিশ্বাস (১০), সোনিয়া আক্তার (১৭) এবং সুমাইয়া আক্তার (১৭) রয়েছেন। এরা বিভিন্ন জেলার বাসিন্দা।

জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল মুহিত জানান, এই নারী-পুরুষ এবং শিশুরা ভালো কাজের প্রলোভনে দালালের মাধ্যমে ভারত গিয়েছিলেন এবং পরে ভারতে অনুপ্রবেশের কারণে আটক হন। এরপর আইনি সহায়তার মাধ্যমে তারা মুক্তি পেয়ে দেশে ফিরেছেন।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইব্রাহিম আহম্মেদ জানান, এই ২১ বাংলাদেশিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার ও রাইটস যশোর তাদের গ্রহণ করে পরিবারগুলোর কাছে হস্তান্তর করবে।

Header Ad
Header Ad

আসছে ‘অ্যালেন স্বপন ২’, নতুন ‘বৈয়াম পাখি’ হবেন জেফার!

নাসির উদ্দিন খান ও জেফার। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলিউড সিনেমা ঘরানার চরিত্র অ্যালেন স্বপন প্রথমবার দর্শকদের সামনে আসে ২০২২ সালে ‘সিন্ডিকেট’ ওয়েব সিরিজে, যেখানে নাসির উদ্দিন খানের দারুণ অভিনয় এবং তার চমৎকার সংলাপের জন্য সাড়া ফেলেছিল। এরপর, ২০২৩ সালে মুক্তি পায় সিরিজটির প্রথম সিজন ‘মাইশেলফ অ্যালেন স্বপন’, যেখানে রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা অভিনয় করেছেন।

এবার, দর্শকদের জন্য আবারো ফিরছে জনপ্রিয় এই চরিত্র অ্যালেন স্বপন। নির্মাতা শিহাব শাহীন নিয়ে আসছেন ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’, এবং আবারও অ্যালেন স্বপন চরিত্রে দেখা যাবে নাসির উদ্দিন খানকে। এই সিরিজের গানে আসছে নতুন চমক!

‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’–এর পোস্টার। ছবি: সংগৃহীত

নতুন গান ‘বৈয়াম পাখি ২.০’ প্রকাশ পেতেই একটি বড় আলোচনা উঠে এসেছে। জানা গেছে, এই গানে কণ্ঠ দিয়েছেন আলোচিত গায়িকা জেফার রহমান। তবে, জেফার নিজেই জানিয়েছেন, তিনি নতুন বৈয়াম পাখি চরিত্রে অভিনয় করছেন না। সিরিজে তার চরিত্র কী হবে, তা জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে আসন্ন ঈদুল ফিতরের পর, যখন সিরিজটি দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে।

গানটির ২.০ ভার্সনে প্রথমবারের মতো একসঙ্গে কণ্ঠ দিয়েছেন নাসির উদ্দিন খান এবং জেফার রহমান। ২০২৩ সালের ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজের ‘বৈয়াম পাখি’ গানের নতুন ভার্সন এটি, যেখানে প্রথম গানে কণ্ঠ দিয়েছিলেন নাসির উদ্দিন খান। গানটি লিখেছেন খৈয়াম শানু সন্ধি, ম্যাক্স রহমান এবং শেখ কোরাশানী, এবং সুরও করেছেন খৈয়াম শানু সন্ধি।

জেফার। ছবি: সংগৃহীত

জেফার গানটি সম্পর্কে বলেন, “এটি একটি গ্যাংস্টারের কণ্ঠের গান, যেখানে বেপরোয়া ভাব ফুটে উঠেছিল। এবার একজন নারী চরিত্র এসে তাকে চ্যালেঞ্জ করছে, এবং এটি আমার কাছে বেশ আকর্ষণীয় ছিল।” ভিডিওটি স্টপ মোশন অ্যানিমেশন এবং টু-ডি, থ্রি-ডি অ্যানিমেশনের মাধ্যমে তৈরি করা হয়েছে, যা গানের সঙ্গে দর্শকদের আরও বেশি আনন্দ দেবে বলে মনে করেন তিনি।

এদিকে, জেফার তার অভিনয়ের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, “‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ সিরিজে অভিনয়ের প্রস্তাব পেয়ে আমি একদম ভাবিনি। ইন্টারেস্টিং চরিত্র পেলে আমি অভিনয়ে আগ্রহী।” এর আগেও তিনি চরকির ‘মনোগামী’ ফিল্মে অভিনয় করেছেন, তবে এটি তার প্রথম চরকির অরিজিনাল সিরিজে অভিনয়।

দর্শকরা এখন অপেক্ষা করছেন, জেফার আসলে কী চরিত্রে হাজির হবেন এবং নতুন ‘বৈয়াম পাখি ২.০’ গানটি সিরিজের পরিপূরক হিসেবে কেমন প্রভাব ফেলবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ঘরমুখো মানুষের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতকরণে টাঙ্গাইলে সড়ক নিরাপত্তা কমিটির সভা
ভারতে সাজাভোগ শেষে ২১ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু দেশে ফিরলেন বেনাপোল দিয়ে
আসছে ‘অ্যালেন স্বপন ২’, নতুন ‘বৈয়াম পাখি’ হবেন জেফার!
হাসিনা পালিয়ে যাওয়ার পর রাসেলস ভাইপারও চলে গেছে: বাণিজ্য উপদেষ্টা
রাজশাহীতে বিএনপির কেন্দ্রীয় তিন নেতাকে সতর্কবার্তা
যা রিমান্ড দেয় দিক, কিছু বলবি না: আইনজীবীকে দীপু মনি (ভিডিও)
আন্দোলনে শহীদ জসিমের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
সিপিজিসিবিএলে চাকরির সুযোগ, বেতন এক লাখ ৭৫ হাজার
আগামী বাজেটে সিগারেটে কর বাড়বে না: এনবিআর চেয়ারম্যান
ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হাইকোর্টে স্থগিত
সমুদ্রে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা ঘোষণা
জিন আতঙ্কে ৫০ পোশাক শ্রমিক অসুস্থ, কারখানা ছুটি ঘোষণা
ঘুষ ছাড়া ফাইল ধরেন না নওগাঁ গণপূর্ত অধিদপ্তরের অফিস সহকারী!
যুক্তরাষ্ট্রে আবদুস সোবহান গোলাপের ৯ বাড়ি ও ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুদক
৩৭ লাখ টাকাসহ আটক গাইবান্ধার সেই প্রকৌশলীকে বরখাস্ত
মহাকাশে আটকে পড়া ৯ মাসে কী খেতেন সুনিতারা!
‘চন্দ্রিমা উদ্যান’ নাম পরিবর্তন করে পুনরায় ‘জিয়া উদ্যান’ ঘোষণা
মাদরাসায় বিজ্ঞানভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: শিক্ষা উপদেষ্টা
স্থানীয় সরকার থেকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত হয়নি : আসিফ মাহমুদ
হামজাকে ভালোবেসে ইসলাম ধর্ম গ্রহণ করেন স্ত্রী অলিভিয়া (ভিডিও)